মুড়িগঙ্গা নদীর উপর প্রস্তাবিত সেতুর শিলান্য়াস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সেতু তৈরি হয়ে গেলে গঙ্গাসাগর যেতে আর নদীপথে ভাসতে হবে না পুণ্যার্থীদের। মুড়িগঙ্গার উপর এই ব্রিজটি হতে চলেছে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ চার লেনের সেতু। ব্রিজের দু'দিকে থাকবে ১.৫ মিটার চওড়া ফুটপাত। মোট আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় ১৭০০ কোটি টাকা। নির্মাণের দায়িত্বে থাকছে নির্মাণ সংস্থা এল অ্যান্ড টি।