বছর ঘুরলেই বঙ্গে ২৬ এর বিধানসভা নির্বাচন। তার আগে সোমবার হুমায়ুনের নতুন দল 'জনতা উন্নয়ন পার্টি'র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়ে গেল। নতুন দল তৈরির দিনই বেশ কয়েকটি আসনে প্রার্থীর নামও ঘোষণা করে দিলেন হুমায়ুন কবীরের। নিজে বিধানসভা নির্বাচনে ২টি আসন থেকে লড়াই করবেন হুমায়ুন। সেইসঙ্গে প্রার্থী হিসেবে এদিন দুই হিন্দু ব্রাহ্মণ মহিলার নাম ঘোষণা করেও চমকে দিলেন ভরতপুরের বিধায়ক।