বাঁকুড়ার জনসভা থেকে অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাছা বাছা বিশেষণে সরাসরি বিজেপি, মোদী, অমিত শাহকে কার্যত তুলোধনা করেন মমতা। তিনি এদিন বলেন, "বাংলায় একজন দুঃশাসন এসেছেন। ভোট আসলে বাংলায় দুর্যোধন আর দুঃশাসন আসে। শকুনির চ্যালা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে।" যদিও এই আক্রমণে কোনও নাম উল্লেখ করেননি তিনি।