সকলের চিন্তাভাবনা সমান নয়। আইন মেনে চলা এক, আইন ভাঙা আর এক। দল কী পদক্ষেপ নেবে সেটা দলের ব্যাপার। কেউ রাস্তায় নামলে তাঁর দায়িত্ব। বাবরি মসজিদ নির্মাণে মুসলমানের সমস্যা মিটবে না। বললেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।