সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যা নিয়ে সংসদের বাইরে-ভিতরে লাগাতার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস। বিষয়টিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বললেন, 'বঙ্কিমদাও শ্রদ্ধাসূচক। সিনিয়রকে, বড় দাদাকে বলতেই পারে। পশ্চিমবঙ্গে দাদা, বোন, দিদি এগুলো চলে। সেই অর্থেই হয়ত বলেছেন। বঙ্কিমবাবু অ্যাপ্রোপিয়েট।'