ভাইপো আসছে প্যারাসিটামল দিতে, খাবেন নাকি? প্রশ্ন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, 'মমতা ব্যানার্জি তো স্বাস্থ্যমন্ত্রী। ওষুধ দিতে পারেনি। আয়ুষ্মান ভারত করতে পারেনি। বড়ি দিতে আসছে। দেখে খাবেন। আমি তো ৪৫ হাজার লোককে চশমা দিয়েছি। যেদিন ২১শে মমতা ব্যানার্জি হেরে গেল, তখন থেকেই সেবা দিচ্ছি। পাঁচবছর তোমার দেখা নাই। আলিপুর চিড়িয়াখানায় যেমন পরিযায়ী পাখি আসে, তেমন আসছে।'