দুশ্চিন্তায় দিন কাটছে বলিউড কিং শাহরুখ খান ও তাঁর পরিবারের। শাহরুখ -গৌরী পুত্র আরিয়ান খান গত ১৪ দিন ধরে মাদক মামলায় অভিযুক্ত হয়ে কারাবাস করছেন। বৃহস্পতিবার ছেলের সঙ্গে আর্থার রোড জেলে দেখা করতে গিয়েছিলেন এসআরকে।
এর আগে ভার্চুয়াল মাধ্যমে আরিয়ানের সঙ্গে কথা বলেছিলেন শাহরুখ -গৌরী। করোনা পরিস্থিতির জন্য মহারাষ্ট্রের গাইডলাইন অনুযায়ী কারাগারে থাকাকালীন কোনও অভিযুক্ত, তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না। বৃহস্পতিবার, এই গাইডলাইনে কিছু ছাড় দেওয়া হয়।
নয়া গাইডলাইন অনুযায়ী এবার থেকে আর্থার রোড জেলের বন্দিদের সঙ্গে তাঁর আত্মীয়, পরিবারের সদস্য এবং আইনজীবী দেখা করতে পারবে। তবে সেক্ষেত্রে জেল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এরপরই নির্দিষ্ট সময় দেওয়া হবে দেখা করার।
কারাগারে যে দেখা করতে আসবে তাঁকে আঁধার কার্ড জমা দিতে হবে। তাঁর সমস্ত তথ্য নথিভুক্ত করে একটি টোকেন দেওয়া হবে। যেটি বন্দির সঙ্গে দেখা করার সময় দেখাতে হবে। এই সমস্ত নিয়ম পালনের পর দেখা করা যাবে অভিযুক্তের সঙ্গে।
জেলের সূত্র মারফত জানা যাচ্ছে, ছেলের সঙ্গে দেখা করার জন্য শাহরুখকে কোনও বিশেষ সুবিধা দেওয়া হয়নি। এসআরকে ও আরিয়ানের কথোপকথের সময়, তাঁদের মাঝে গ্রিল ও কাঁচের দেওয়াল ছিল। এটি কোভিডের জন্যেই করা হয়েছে। তাঁরা কথা বলেছেন ইন্টারকমের মাধ্যমে। দু'জন নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন সেই সময়।
শোনা যাচ্ছে, কথাবার্তা চলাকালীন, বাবাকে দীর্ঘদিন পরে দেখে, কান্নায় ভেঙে পড়েন আরিয়ান। বাবা- ছেলের মাঝে প্রায় ১৫ মিনিট চলে সেই আবেগপ্রবণ কথোপকথন।
খবর অনুযায়ী জানা যাচ্ছে, শাহরুখ ছেলেকে নিয়ে অত্যন্ত চিন্তিত। আরিয়ানকে তিনি জিজ্ঞাসা করেন, সে ঠিক মতো খাওয়া-দাওয়া করছে কিনা। উত্তরে সে জানায় যে, না জেলের খাবার তাঁর ভাল লাগছে না। কিং খান এরপর জেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন, আরিয়ানকে বাড়ির খাবার দেওয়া যাবে কিনা। তাঁরা জানান, এর জন্য আদালতের অনুমতি নিতে হবে।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী একটি ক্রুজে, মাদক মামলায় অভিযুক্ত আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়। তিনি এনসিবি-র হেফাজতে ছিলেন। এরপর সেখান থেকে আর্থার রোড জেলে পাঠানো হয় শাহরুখ পুত্রকে। যখন আরিয়ানকে গ্রেপ্তার করা হয়, সেই সময় বিদেশে শ্যুটিং করছিলেন এসআরকে। এই ঘটনা শুনে তড়িঘড়ি মুম্বই ফেরেন তিনি।