scorecardresearch
 

Corona: ধুঁকতে থাকা দিল্লিতে অক্সিজেন পৌঁছে দিলেন রবিনা ট্যান্ডন

এ বার দিল্লির জন্য অক্সিজেন পৌঁছানোর কাজ শুরু করলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena Tandon)। বলিউডের অনেক সেলিব্রিটিই নিজেদের উদ্যোগে করোনার যুদ্ধে সামিল হয়েছেন। রবিনা এগিয়ে এলেন সাধারণ মানুষকে সাহায্য করতে।

Advertisement
সোশালে এই ছবি পোস্ট করেছেন রবিনা সোশালে এই ছবি পোস্ট করেছেন রবিনা
হাইলাইটস
  • রবিনা এই উদ্যোগের নাম দিয়েছেন Oxygen Seva on the wheels.
  • মুম্বই থেকে দিল্লির সেই সব হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার কাজ করা হবে যেখানে অক্সিজেনের অভাব সবচেয়ে বেশি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে রাজধানী দিল্লি অন্যতম। অক্সিজেনের অভাবে বহু করোনা রোগী মারা গিয়েছেন সেখানে। এ বার দিল্লির জন্য অক্সিজেন পৌঁছানোর কাজ শুরু করলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena Tandon)। বলিউডের অনেক সেলিব্রিটিই নিজেদের উদ্যোগে করোনার যুদ্ধে সামিল হয়েছেন। রবিনা এগিয়ে এলেন সাধারণ মানুষকে সাহায্য করতে।

অক্সিজেন সিলিন্ডারের প্রথম শিপমেন্ট দিল্লির জন্য রওনা হয়ে গিয়েছে। রবিনা সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে লেখেন, 'টিম অক্সিজেন নিয়ে দিল্লির জন্য রওনা হল। প্রয়োজনের মহাসাগরে এক ফোঁটা জলের মতো হলেও আশা করি কিছু মানুষকে অন্তত এটা সাহায্য করবে।' সোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, 'Team enroute Delhi. A drop in the ocean , but hoping it’ll help those few at least . #rudrafoundation #ourfirstlot'

 

রবিনা এই উদ্যোগের নাম দিয়েছেন Oxygen Seva on the wheels. মুম্বই থেকে দিল্লির সেই সব হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার কাজ করা হবে যেখানে অক্সিজেনের অভাব সবচেয়ে বেশি। পোস্টে সমস্ত তথ্য দিয়ে রবিনা সকলকে অনুরোধ করেছে এই যুদ্ধে নিজেদের সাধ্যমতো সামিল হতে। পরের শিপমেন্টে আরও ৪০০ অক্সিজেন সিলিন্ডার পৌঁছানোর টার্বেট রয়েছে তাঁর। তার জন্য ফ্যানদের সাহায্যের আবেদন করেছেন রবিনা।

আরও পড়ুন: Corona: করোনাকালে 'সাথী' হয়ে পাশে থাকার বার্তা যশরাজের

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raveena Tandon (@officialraveenatandon)

Advertisement

সোনু সুদ, সলমন খান, অক্ষয় কুমার, ভূমি পেডনেকর, কুণাল কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, আদিত্য চোপড়া-সহ বহু বলিউড সেলেব এই কঠিন সময়ে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। এ কাজে অনেক এনজিও তাঁদের সঙ্গে রয়েছে। একই ভাবে টলিউডের একঝাঁক তারকা করোনার যুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সোশাল মিডিয়ায় অক্সিজেন, হাসপাতালের বেড সংক্রান্ত নানা তথ্য শেয়ার করছেন তাঁরা। কেউ নিজের উদ্যোগে প্রবীণ নাগরিকদের টিকাকরণের ব্যবস্থা করেছেন।

 

Advertisement