Advertisement
মনোরঞ্জন

নীল শাড়িতে Urfi Javed, শরীরী আবেদনে ফ্যান বললেন...

  • 1/6

যদি আপনি এমনটা ভেবে থাকেন যে শুধুমাত্র বিচিত্র পোশাক পরেই লাইমলাইটে থাকেন উরফি জাভেদ (Urfi Javed), তাহলে আপনার সেই ধারনা তাঁর নতুন ছবি দেখে দূর হয়ে যাবে। এবার কোনও বোল্ড ড্রেস নয়, ট্র্যাডিশনাল পোশাকে ফ্যানেদের মন জয় করেছেন তিনি। 

  • 2/6

নতুন ছবিতে নীল রঙের নেটের শাড়িতে দেখা গিয়েছে উরফিকে। তবে শাড়িতেও নিজের ফ্যাশন সেন্স ব্যবহার করে সেটিকে বোল্ড করে তুলেছেন তিনি। 

  • 3/6

শাড়ির আঁচলটি সামনের দিকে নিয়েছেন তিনি। সঙ্গে নীল ও হলুদ রঙের দুলও পরেছেন। 

Advertisement
  • 4/6

তিনি শাড়ি পড়তে কতটা আগ্রহী তা তিনি বিগবস ওটিটিতেই জানিয়েছিলেন। শাড়ি পড়ে তিনি নিজেও বেশ উত্তেজিত। পোস্টের ক্যাপশানে তিনি লিখেছেন, 'তেরি নজর উরফি উরফি উরফি, সামথিং সামথিং বরফি।'

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urrfii (@urf7i)

  • 5/6

ছবিগুলি শেয়ার করার ১ ঘণ্টার মধ্যেই প্রচুর মানুষ লাইক দেন। ভরে যায় কমেন্ট বক্স। একমনকী এক ইউজার উরফির প্রশংসায় Ufff পর্যন্ত লেখেন। 

  • 6/6

ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া

আরও পড়ুন - দেশে COVID কেস ৩ লক্ষ পার! ৮ মাসে এই প্রথম

Advertisement