scorecardresearch
 

Rupa Ganguly: তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়

Rupa Ganguly: মহাভারতের দৌপদীর চরিত্রর মাধ্যমে টেলিভিশন জগতে আর্বিভাব হয়েছিল তাঁর। অভিনেত্রীর এই পৌরাণিক চরিত্রটি আজও দর্শকদের মনে অমলিন হয়ে রয়েছে। কথা হচ্ছে রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে। দর্শক যদিও তাঁকে দ্রৌপদী হিসাবেই মনে রেখেছেন। এরপর অভিনেত্রীকে একাধিক সিনেমা ও সিরিয়ালে দেখা গেলেও তিনি আচমকাই উধাও হয়ে যান এবং রাজনীতিতে নিজের নাম লেখান।

Advertisement
রূপা গঙ্গোপাধ্য়ায়ের জীবেনর অজানা কাহিনি রূপা গঙ্গোপাধ্য়ায়ের জীবেনর অজানা কাহিনি
হাইলাইটস
  • মহাভারতের দৌপদীর চরিত্রর মাধ্যমে টেলিভিশন জগতে আর্বিভাব হয়েছিল
  • অভিনেত্রীর এই পৌরাণিক চরিত্রটি আজও দর্শকদের মনে অমলিন হয়ে রয়েছে।
  • কথা হচ্ছে রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে। অভিনেত্রী একটা সময় তিন তিনবার আত্মহত্যা করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন।

মহাভারতের দৌপদীর চরিত্রর মাধ্যমে টেলিভিশন জগতে আর্বিভাব হয়েছিল তাঁর। অভিনেত্রীর এই পৌরাণিক চরিত্রটি আজও দর্শকদের মনে অমলিন হয়ে রয়েছে। কথা হচ্ছে রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে। দর্শক যদিও তাঁকে দ্রৌপদী হিসাবেই মনে রেখেছেন। এরপর অভিনেত্রীকে একাধিক সিনেমা ও সিরিয়ালে দেখা গেলেও তিনি আচমকাই উধাও হয়ে যান এবং রাজনীতিতে নিজের নাম লেখান। তবে এখন অভিনয় ও রাজনীতি দুটোই একসঙ্গে করছেন বলে জানা গিয়েছে। রূপা গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন কোনও সিনেমার চেয়ে কম কিছু নয়। অভিনেত্রী একটা সময় তিন তিনবার আত্মহত্যা করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন।  

রূপা গঙ্গোপাধ্যায়ের সংসার সুখের ছিল না
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে একাধিক বিতর্ক রয়েছে। জানা যায়, কেরিয়ারের প্রথম দিকেই তিনি বিয়ে করে নিয়েছিলেন। ১৯৯২ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ধ্রুব মুখোপাধ্যায়কে বিয়ে করেন অভিনেত্রী। এক পুরনো সাক্ষাৎকারে রূপা জানিয়েছিলেন যে বিয়ের পর জমিয়ে সংসার করতে চেয়েছিলেন তিনি। অভিনয় ছেড়ে মুম্বই থেকে শুধুমাত্র সংসার করার জন্যই কলকাতায় ফিরে আসেন অভিনেত্রী। কিন্তু তাঁর সংসার নাকি সুখরে হয়নি বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: পরকীয়া, মনোমালিন্য অবশেষে বিচ্ছেদ; এখন আলাদাই থাকেন এই তারকা জুটিরা

স্বামীর অত্যাচারে আত্মহত্যা করার চেষ্টা
স্বামী নাকি অভিনেত্রীর ওপর অত্যাচার করতেন। নিত্যদিন নানা অশান্তি এবং স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণে রূপা নিজেও মানসিক অবসাদের মধ্যে চলে যেতে থাকেন। এই অবস্থায় সেই সময় তিনি আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে এই প্রথমবার নয়, পরপর তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন রূপা।    

আরও পড়ুন: পরিচালকের সঙ্গে ডেটিংয়ের জল্পনা, যদিও 'দাদা' বলছেন শ্রাবন্তী 

Advertisement

ডিভোর্স নেন রূপা গঙ্গোপাধ্যায়
শেষমেষ আর সহ্য করতে না পেরে রূপা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। কিন্তু ডিভোর্সের পরও শান্তি পাননি এক মুহূর্তের জন্য। অভিনেত্রী এরপর তাঁর একমাত্র ছেলে আকাশকে নিয়ে সমস্যার মুখে পড়তে থাকেন। গত বছর বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য আকাশকে জেলে যেতে হয়েছিল।

এরপর লিভ-ইনও করেছিলেন তিনি
বিবাহ বিচ্ছেদের পর রূপার জীবনে আসেন সঙ্গীতশিল্পী দিব্যেন্দু মুখার্জী। দিব্যেন্দু রূপার থেকে ১৩ বছরের ছোট। দীর্ঘদিন লিভ ইন করার পর তাঁরা আলাদা হয়ে যান। মাঝে অভিনয় থেকে তিনি দীর্ঘ বিরতি নিয়ে নিয়েছিলেন। রাজনীতিতে যোগ দেন সক্রিয়ভাবেই।  প্রায় সাত-আট বছর পর ছোট পর্দায় ফিরেছেন রূপা গঙ্গোপাধ‌্যায়. মেয়েবেলা সিরিয়ালে বীথির চরিত্রে দর্শকদের নজর কাড়ছেন তিনি। 

আরও পড়ুন: আচমকাই টলিউড থেকে উধাও তাপস পালের মেয়ে, মুম্বইয়ে কী কাজ করছেন ?

২০১৫-তে রাজনীতিতে যোগ
টেলিভিশনের পাশাপাশি হিন্দি ও বাংলা ছবিতে অভিনয় করেছেন রূপা। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে খুব একটা পছন্দ করেন না অভিনেত্রী। রূপা গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি কিছুদিন রাজনীতি করেছেন। এখন অভিনয়টা করতে চান টাকা উপার্জন করতে চান। তবে ইচ্ছে আছে অভিনয় আর রাজনীতি পাশাপাশি করার যেমনটা অন্য তারকারা করে থাকেন। প্রসঙ্গত, ২০১৫ সালে অভিনয় থেকে রাজনীতিতে যোগ দিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়।  

Advertisement