Advertisement
মনোরঞ্জন

Monalisa Jhuma Boudi : পোলকা ডটে হালকা হাসি, মোনালিসা 'ঝুমা বউদি' যেন হিমেল হাওয়া

  • 1/10

Monalisa Jhuma Boudi: ভোজপুরি রানি মোনালিসার জন্য ভক্তদের উন্মাদনা কারও কাছেই গোপন নয়। মোনালিসার প্রতিটি স্টাইলে ভক্তরা তাঁদের অফুরন্ত ভালবাসার প্রশংসা করেন। এখন সাদা পোলকা ডট পোশাকে মোনালিসার ছবিও বেশ পছন্দ হচ্ছে।

আরও পড়ুন: নীল হটপ্যান্ট পরে বুর্জ খলিফায় শ্রীলেখা, ছবি VIRAL

  • 2/10

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন মোনালিসা। তিনি প্রায় প্রতিদিনই তাঁর সুন্দর ছবি এবং মজার ভিডিও শেয়ার করে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেন যেন।

  • 3/10

এখন সাদা পোলকা ডট পোশাকে মোনালিসার নতুন ছবি তাঁর ভক্তরা পছন্দ করছেন। সাদা শর্ট ড্রেস দিয়ে মোনালিসা তাঁর মেকআপ হালকা এবং সহজ রেখেছেন। 

Advertisement
  • 4/10

গোলাপি হালকা লিপস্টিক, চোখে কাজল এবং আইলাইনারে মোনালিসাকে খুব সুন্দর লাগছে।

  • 5/10

এই পোশাকের সঙ্গেই চুল খোলা রেখেছেন মোনালিসা। ফটোগুলিতে অভিনেত্রীর ঠোঁটে লেগে রয়েছে মিলিয়ন ডলারের হাসি। তা তাঁর ছবিতে বাড়তি আকর্ষণ যোগ করছে।

  • 6/10

সাদা পোলকা ডট ড্রেসের সঙ্গে কালো বুটও পরেছেন মোনালিসা। এই লুকে অভিনেত্রীকে বারান্দায় দাঁড়িয়ে অনেক চিত্তাকর্ষক পোজ দিতে দেখা যায়। 

আরও পড়ুন: ঝলমলে আকাশে মোহময়ী কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং জমজমাট

  • 7/10

কেমন দেখতে লাগছে তাঁকে? সে বোধহয় কথায় বলে বোঝানো যাবে না। কোনওটিতে দাঁড়িয়ে থাকা আর কোনওটিতে বা বিছানায় বসে থাকা, মোনালিসার প্রতিটি পোজই এক কথায় কিলার।

Advertisement
  • 8/10

মোনালিসার ছবিগুলোতে হাজার হাজার মানুষ লাইক দিয়েছেন। ফ্যানদের কমেন্ট সেকশনে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। ভক্তরা হার্ট এবং ফায়ার ইমোজি দিয়ে তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

  • 9/10

সোশ্যাল মিডিয়াতেও মোনালিসার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। ভক্তরা অধীর আগ্রহে অভিনেত্রীর ছবি এবং ভিডিওর জন্য অপেক্ষা করেন। 

  • 10/10

মোনালিসার নতুন লুক আবারও ভক্তদের মন জয় করেছেন। ঠিক যেম এবার করলেন।

আরও পড়ুন: Netflix, Amazon Prime এবং Disney+Hotstar দেখুন ফ্রি-তে, জানুন কীভাবে 

Advertisement