
ভালো থাকার ভ্যাকসিন! এই ট্যাগলাইন দিয়েই শুরু হয়েছে 'মিরাক্কেল' (Mirakkel) -এর সিজন ১০। তাই বলাই বাহুল্য প্রতি পর্বেই থাকছে প্রাণখোলা হাসির সুযোগ। গত ১১ অক্টোবর থেকে শুরু হয়েছে হাসির এই রিয়ালিটি শো। এবার সেই হাসির পরিমাণ দ্বিগুণ করতে দর্শকদের জন্যে থাকছে বিশেষ 'মিরাক্কেল কার্নিভাল'।
বিচারিক আসনে এবারে দেখা গেছে কাঞ্চন মল্লিক, পাওলি দাম, সায়ন্তিকা বন্দোপাধ্যায়, বিশ্বনাথ বসুকে। বিশেষ কিছু পর্বে সোহম চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষকেও দেখা যায়। প্রতিযোগীদের পারফরম্যান্স পছন্দ হলে বিচারকেরা প্রতিযোগীদের হাতে স্মাইলি তুলে দেন তাঁদের উৎসাহ দিতে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা পেশার মানুষ এই অন্ধকারময় পরিস্থিতিতেও নির্ভেজাল হাসি ফোটাতে জি বাংলার উদ্যোগে হাজির হন পর্দার সামনে।
চ্যানেলের জমজমাট জানুয়ারিতে সঙ্গীতশিল্পী জোজোর (Jojo) সঙ্গে হবে 'জমজমাট মিরাক্কেল'। যেখানে গায়িকা এবং প্রতিযোগীরা সমস্ত দর্শকদের তাঁদের অসাধারণ প্রতিভার মাধ্যমে বিনোদন জোগাবে। এক বিবাহ অনুষ্ঠানের সঙ্গীতে মূলত এই পারফরম্যান্স হবে।
তবে জোজোর মঞ্চ মাতানো পারফরম্যান্স ছাড়া এখনও থাকছে আরও বিশেষ কিছু চমক। ফটিক পুরকাইত, সিধু-নুরের যুগ্ম পারফরম্যান্সও থাকছে এদিনের বিশেষ পর্বে।
তবে সবচেয়ে নজর কাড়বে শোয়ের সঞ্চালক মীর (Mir)। লাল গলাবন্ধ পাঞ্জাবির সঙ্গে ঘিয়ে রঙের ধুতি পরে একেবারে জামাইয়ের মতো সেজেছেন মীর। তবে এখন প্রশ্ন, বিয়েটি কার? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে এই রবিবার অর্থাৎ ৩১ জানুয়ারি রাত ৮.৩০-তে জি বাংলায়।
আরও পড়ুন: 'আবার বছর কুড়ি পরে' দেখা হবে আবির,তনুশ্রী,অর্পিতা, রুদ্রনীলের!
প্রসঙ্গত, 'মীরাক্কেল'-র বিচারক আসনে প্রথমবার বসেছেন পাওলি দাম। সেই প্রসঙ্গে কিছুদিন আগে আজতক বাংলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "শুধু নিজের কথা ভেবে নয়, সবার কথা ভেবে আমি এই শো-তে বিচারক আসনে বসার জন্য রাজি হয়েছি। এইরকম একটা সময়, যখন সবাই ডিপ্রেশন এবং কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময় কোনো মানুষকে যদি আমরা হাসাতে পারি, একটু আনন্দ দিতে পারি, এর থেকে বড় আর কিছু হয় বলে মনে হয় না।"