Dadagiri Grand Finale 2022: শ্যুট হয়ে গেল 'দাদাগিরি'-র গ্র্যান্ড ফিনালের! কারা থাকছেন অতিথি আসনে?

Dadagiri Unlimited- Sourav Ganguly: শুক্রবার হয়ে গেল 'দাদাগিরি'-র গ্র্যান্ড ফিনালের শ্যুট।। নাচ-গান- আড্ডা এবং সেই সঙ্গে প্রতিযোগীদের বুদ্ধিমত্তার লড়াই, সব মিলিয়ে জমজমাট এদিনের অনুষ্ঠান। 

Advertisement
শ্যুট হয়ে গেল 'দাদাগিরি'-র গ্র্যান্ড ফিনালের! কারা থাকছেন অতিথি আসনে?শ্যুট হয়ে গেল 'দাদাগিরি'-র গ্র্যান্ড ফিনালের (ছবি সৌজন্য: ফেসবুক)

একেবারে শেষের পথে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সঞ্চালিত শো 'দাদাগিরি আনলিমিটেড' (Dadagiri Unlimited)। এরই মধ্যে হয়ে গেল জি বাংলার 'দাদাগিরি' -র গ্র্যান্ড ফিনালের (Dadagiri Grand Finale) শ্যুট। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে (Biswa Bangla Convention Centre) আয়োজন হয়েছিল তারকাখচিত এই অনুষ্ঠানের। নাচ-গান- আড্ডা এবং সেই সঙ্গে প্রতিযোগীদের বুদ্ধিমত্তার লড়াই, সব মিলিয়ে জমজমাট এদিনের অনুষ্ঠান। 

জুন মাসেই শেষ হবে 'দাদাগিরি আনলিমিটেড' সিজন ৯ (Dadagiri Unlimited Season 9)। যদিও কবে সম্প্রচার হবে গ্র্যান্ড ফিনালে সেকথা এখনও জানানো হয়নি চ্যানেলের তরফে। তবে অন্যান্য সিজনের মতো এবারও যে গ্র্যান্ড ফিনালেতে কিছু চমক থাকবে, তা আর বলতে বাকি রাখে না। কারা ছিলেন এবারের বিশেষ অতিথি আসনে? পারফর্ম করলেন কারা? খোঁজ নিল আজতক বাংলা। 

আরও পড়ুন: 'ব্যক্তিগত জীবনেও ওঁর ওপর ভরসা করি...!' দেবলীনার প্রশংসা করে ট্রোলড বিবৃতি 

 

Dadagiri Grand Finale episode

সূত্র মারফত জানা যাচ্ছে, 'দাদাগিরি'-র গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসাবে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও রূপম ইসলাম (Rupam Islam)। দারুণ পারফরম্যান্সে মঞ্চ মাতিয়ে দিয়েছেন রূপম। আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি 'এক্স= প্রেম' (X Equals To Prem) -র প্রোমোশনে এদিন হাজির ছিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ও অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। পারফর্মারদের মধ্যে রয়েছে জি বাংলার সদস্যদের নামও। 

আরও পড়ুন: 'যৌন হেনস্থার চেষ্টা করেছিল সাগ্নিক,' দাবি ঐন্দ্রিলার

যেমন সে তালিকায় রয়েছেন সৌমিততৃষা কুণ্ডু (মিঠাই), অন্বেষা হাজরা (ঊর্মি), শ্বেতা ভট্টাচার্য (যমুনা), রুবেল দাস (সঙ্গীত), দিতিপ্রিয়া রায় (রানী রাসমণী), কাঞ্চন মল্লিক ও বিশ্বনাথ বসুর মতো অভিনেতারা। 

Advertisement

এদিনের অনুষ্ঠান জমজমাট গানে গাইলেন মনোময় ভট্টাচার্য, সোমলতা আচার্য, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজোর মতো শিল্পীরা। এছাড়াও গ্র্যান্ড ফিনালেতে হাজির ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়, হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন সহ আরও অনেকে। 

 

Dadagiri Grand Finale episode

আরও পড়ুন: দেবীনা -বুবাইয়ের বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সুপার Viral! 

'দাদাগিরি আনলিমিটেড' নিঃসন্দেহে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নন-ফিকশন শো এবং দর্শকেরা বিপুল ভাবে এটি উপভোগ করেন। শুধুমাত্র সপ্তাহান্তে সম্প্রচারিত হওয়া সত্ত্বেও, অনুষ্ঠানটি অন্যান্য সমস্ত মেগা সিরিয়ালগুলিকে টিআরপি (TRP) -তেও যথেষ্ট টেক্কা দেয়। প্রতি পর্বেই বুদ্ধিমত্তার পাশাপাশি উঠে আসে নিত্য নতুন প্রতিভা।

আরও পড়ুন:  মৃণাল সেনকে কৌশিকের শ্রদ্ধার্ঘ্য 'পালান'! ফার্স্ট লুক

'দাদাগিরি'-র শেষ সিজন অর্থাৎ সিজন ৮ শুরু হয়েছিল ২০১৯ সালের ৩ অগাস্ট। এরপর ২০২০ সালের মার্চ মাসে লকডাউনের জন্য তা স্থগিত হয়। ফের অগাস্ট মাসে পুনরায় ফ্লোরে ফিরে ১৩ সেপ্টেম্বর হয়েছিল গ্র্যান্ড ফিনালে। শেষ সিজনে বিজয়ী জেলা ছিল দার্জিলিং। সিজন ৯-র মূলমন্ত্র -'হাত বাড়ালেই বন্ধু হওয়া যায়।'  

 

Dadagiri Grand Finale episode

আরও পড়ুন: আসছে 'সা রে গা মা পা'! সঞ্চালক আবির, বিচারক- গুরুর আসনে কারা?

প্রসঙ্গত, আগের আটটি সিজনের মতো 'দাদাগিরি' এই সিজনও যথেষ্ট সফল । ২০০৯ সালে জি বাংলা চ্যানেলে প্রথম সম্প্রচারিত হয়েছিল এই নন-ফিকশন শো। এরপর সাতটি সিজনের সঞ্চালনার দায়িত্ব পালন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টেলিভিশন জগতে সেটাই তাঁর হাতেখড়ি। শুধুমাত্র সিজন ৩ -র সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু অন্যান্য সিজনের তুলনায় সেই সিজনটি কিছুটা কম জনপ্রিয় হয়েছিল। 
  
 

POST A COMMENT
Advertisement