রণজয় - শ্যামৌপ্তি (ছবি: ফেসবুক)টলিপাড়ার সমীকরণ বড়ই জটিল। সম্পর্ক ভাঙা-গড়ার কথা শোনা যায় প্রায়ই। একদিকে যেমন সম্পর্ক ভাঙার গুঞ্জনও শোনা যায়, সেরকম আবার কিছু সম্পর্ক তৈরির খবর প্রায়ই শোনা যায়। এদিকে ২০২৬ সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিন জুটি। তবে স্টুডিওপাড়ার ফিসফাস, এবছরের শুরুতেই চার হাত এক হবে আরও এক টলি 'লাভ বার্ডসের'। ইন্ডাস্ট্রির গুঞ্জন, সাত পাকে বাঁধা পড়বেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি।
বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান হোক কিংবা ফিল্মি পার্টি, এমনকী ছবির প্রিমিয়ারে বা যে কোনও উৎসবে অনেক মাস ধরেই একসঙ্গেই ধরা দেন তাঁরা। দু'জনের 'বিশেষ' রসায়ন চোখ এড়ায়নি কারও। সোশ্যাল মিডিয়াতেও একসঙ্গে ছবি শেয়ার করেন। প্রশ্ন উঠলেই, একে অপরের 'ভাল বন্ধু' তকমা দিতেন। টেলিভিশনের গুড্ডি ও অনুজের বাস্তবে জীবনেও যে প্রেমের রং লেগেছে, তা কারও জানতে আর বাকি নেই। যদিও প্রেম বা বিয়ে, কোনওটাতেই এখনও সিলমোহর দেননি দু'জনের কেউই।
আরও পড়ুন: ওটিটি-তে ডেবিউ শ্রাবন্তী, কৌশানী থেকে মেগার 'ফুলকি', 'কথা'-র! ১২ নতুন ওয়েব সিরিজে বড় চমক
জুটির ঘনিষ্ঠ সূত্রের দাবি, দীর্ঘদিন প্রেমের পর, এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন রণজয়- শ্যামৌপ্তি। এমনকী কানাঘুষো শোনা যায়, টেলি নায়িকার সঙ্গে নাকি সহবাস করছেন অভিনেতা। আগামী ফেব্রুয়ারি মাসে, প্রেম দিবসে নাকি বিয়ে করবেন তাঁরা। দুই পরিবার ও কাছের বন্ধু- বান্ধবদের সাক্ষী রেখে গাঁটছড়া বাঁধবেন তাঁরা। যদিও বিয়ের আসর কোথায় বসবে বা আর কী কী করবেন, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: পরিবারের কূটকচালি, কমবয়সী প্রেম অতীত! মধ্যবয়সী দম্পতির গল্পের স্রোতেই ভাসছে বাংলা সিরিয়াল?
প্রসঙ্গত, শ্যামৌপ্তির আগের প্রেম জীবন সম্পর্কে বিশেষ কিছু না জানা গেলেও, রণজয় বারবার চর্চায় এসেছেন। টেলি দুনিয়ার পরিচিত নাম অস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন রণজয়। ২০০৯ সালে এই সম্পর্ক গড়ে উঠলেও, ২০১০ -এ এই সম্পর্ক ভেঙে যায়। এরপর রণজয় সম্পর্কে জড়ান মডেল-অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার সঙ্গে। ২০১০ থেকে ২০১৩ তিন বছরের সম্পর্ক ছিল রণজয়-সায়ন্তনীর। এছাড়াও এক সময় হিন্দি টেলি দুনিয়ার পরিচিত মুখ শিবাঙ্গী শর্মার সঙ্গেও নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। তবে এক বছরের মধ্যেই সেই সম্পর্কও শেষ। রণজয়ের জীবনে ফের বসন্ত আসে ২০১৫ সালে। টেলি অভিনেত্রী প্রিয়াঙ্কা মণ্ডলের সঙ্গে প্রায় বছর তিনেকের সম্পর্ক ছিল তাঁর।
আরও পড়ুন: কেন এখনও বিয়ে করতে পারছেন না অঙ্কুশ, ঐন্দ্রিলা? মনের কথা জানালেন টলি জুটি
২০১৯ সালে মডেল অন্তরা চৌধুরীর সঙ্গে কয়েক মাস সম্পর্কে থাকার পরে, সেটাও ভেঙে যায়। এরপর ২০২০ সাল নাগাদ রণজয়ের জীবনে আসেন সোহিনী সরকার। লকডাউনের সময় সহবাস করতেন রণজয়-সোহিনী। মাঝে ব্রেকআপ হলেও তাঁরা ফের কাছাকাছি এসেছিলেন। কিন্তু পরে পাকাপাকিভাবে পথ আলাদা হয়ে যায় দু'জনের।