Samrat Mukherji in Mahalaya 2022: গতবারের মহিষাসুর এবার মহাদেব! মহালয়ায় এবার শিব রূপে দেখা যাবে সম্রাটকে

Mahalaya 2022 on Television: দেবীপক্ষের সূচনায় প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে। কে হবেন দেবী দুর্গা, কত ভাল কনটেন্ট হবে? দুর্গা ছাড়াও অন্যান্য দেব -দেবী কিংবা দুর্গার অন্যান্য রূপে কারা অভিনয় করবেন এই নিয়ে থাকে কৌতূহল।

Advertisement
গতবারের মহিষাসুর এবার মহাদেব! মহালয়ায় এবার শিব রূপে দেখা যাবে সম্রাটকে'দেবী দশমহাবিদ্যা'-তে শিব রূপে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়

মহালয়ার দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের (Birendrakrishna Bhadra) কন্ঠে মহিষাসুরমর্দিনীর শোনার রীতি বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে। তবে শুধু রেডিও না টেলিভিশনের পর্দায়, মহালয়া (Mahalaya Rrogram) দেখার উৎসাহ কম থাকে না। আগে শুধু দূরদর্শনে সম্প্রচারিত হলেও, বর্তমানে প্রথম সারির চ্যানেলগুলিতে দেখা যায় মহালয়া (Mahalaya)

দেবীপক্ষের সূচনায় প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে। কে হবেন দেবী দুর্গা, কত ভাল কনটেন্ট হবে? দুর্গা ছাড়াও অন্যান্য দেব -দেবী কিংবা দুর্গার অন্যান্য রূপে কারা অভিনয় করবেন এই নিয়ে থাকে কৌতূহল। আর সেরকমই থাকে একে অপরের সঙ্গে টক্কর ও চমক। এবছর কালার্স বাংলার মহালয়া অনুষ্ঠান 'দেবী দশমহাবিদ্যা' (Debi Doshomohabidya)-তে মহিষাসুরমর্দিনী (Mahisasura Mardini) রূপে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। প্রথমবার মহালয়ায়, কোনও টেলিভিশনে দেবী দুর্গা সাজবেন অভিনেত্রী। দেবী দশমহাবিদ্যা, আসলে মা দুর্গার দশ অবতার। ঋতুপর্ণাকে দেখা যাবে দুর্গার ৩ অবতার সতী, দুর্গা এবং পার্বতী রূপে। 

 

Samrat Mukherji to play the role of Shiva in Mahalaya program

 

দুর্গার কথা জানলেই, প্রশ্ন ওঠে কাকে দেখা যাবে দেবাদিদেব মহাদেবের (Mahadev) চরিত্রে। এবছর কালার্স বাংলার 'দেবী দশমহাবিদ্যা'-তে শিব (Shiva) রূপে দেখা যাবে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে (Samrat Mukherji)। শিব মানেই সেখানে তান্ডব নৃত্য। এক্ষেত্রেও টেলিভিশনের পর্দায় একটি দুর্দান্ত নাচের সিকোয়েন্স রয়েছে সম্রাটের। এর আগেও ছোট পর্দায় শিব রূপে দেখা গিয়েছিল তাঁকে। তবে মজার কথা হল, গত তিন বছর একই চ্যানেলে মহিষাসুর রূপে দেখা গিয়েছিল সম্রাটকে। 

আরও পড়ুন:  দেব-আবির-প্রসেনজিৎ থেকে শুভশ্রী! পুজোয় মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি

 

 

 

Samrat Mukherji to play the role of Shiva in Mahalaya program

 

'দেবী দশমহাবিদ্যা' অনুষ্ঠানে ঋতুপর্ণা ছাড়াও দেবীর বিভিন্ন রূপে থাকছে আরও চমক। দেবী কমলা- ডোনা ভৌমিক, দেবী বগোলা- তিতিক্ষা দাসদেবী ভুবনেশ্বরী- অদ্রিজা রায়, দেবী ত্রিপুরাসুন্দরী- দেবলীনা দত্ত, দেবী ভৈরবী- রিমঝিম মিত্র, দেবী কালী- শ্রুতি দাস, দেবী চিন্নামস্তা- দেবাদৃতা বসু, মা তারা- সংঘমিত্রা তালুকদার, দেবী মাতঙ্গী- ঐন্দ্রিলা শর্মা, দেবী ধুমাবতী-সৈরিতি বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

আরও পড়ুন:  দেব- প্রসেনজিৎকে চ্যালেঞ্জ ছুড়লেন 'বং গাই'! চটলেন নেটিজেনরা...

মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষ শুরু হয়। মনে করা হয়, সেদিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। মহালয়া শব্দটির অর্থ, মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন, সেই মহান আলয়। মহালয়ার দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচালিত আছে। এদিনই দেবীর দুর্গার চক্ষুদান হয়। এই বছর মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর (৮ আশ্বিন), রবিবার। 

 

POST A COMMENT
Advertisement