scorecardresearch
 

KBC 12-এ ফের কোটিপতি! নাজিয়ার পর এবার মোহিতা

বুধবারই নাজিয়া নাসিম 'কৌন বনেগা ক্রোড়পতি'(Kaun Banega Corepati)-র প্রথম কোটিপতি হয়েছিলেন। দিল্লির কমিউনিকেশন ম্যানেজারের দুর্দান্ত খেলা দেখে শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন (Amitabh Bachhan) সহ সবাই মুগ্ধ হয়েছিলেন। এর একদিনের মধ্যেই সোনি টিভি সম্প্রচার করেছে যে আইপিএস অফিসার মোহিতা শর্মা (Mohita Sharma) এই সিজনের দ্বিতীয় কোটিপতি। তাঁর এই বড় জয়ের বৈশিষ্ট্যযুক্ত পর্বটি আগামী ১৭ নভেম্বর সম্প্রচার হবে। 

Advertisement
KBC 12-র দ্বিতীয় কোটিপতি মোহিতা শর্মা KBC 12-র দ্বিতীয় কোটিপতি মোহিতা শর্মা
হাইলাইটস
  • ফের কোটিপতি KBC12-এ ।
  • এবারের প্রতিযোগী আইপিএস অফিসার মোহিতা শর্মা।
  • কেবিসির এই প্রোমো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বুধবারই নাজিয়া নাসিম 'কৌন বনেগা ক্রোড়পতি'(Kaun Banega Corepati)-র প্রথম কোটিপতি হয়েছিলেন। দিল্লির কমিউনিকেশন ম্যানেজারের দুর্দান্ত খেলা দেখে শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন (Amitabh Bachhan) সহ সবাই মুগ্ধ হয়েছিলেন। এর একদিনের মধ্যেই সোনি টিভি সম্প্রচার করেছে যে আইপিএস অফিসার মোহিতা শর্মা (Mohita Sharma) এই সিজনের দ্বিতীয় কোটিপতি। তাঁর এই বড় জয়ের বৈশিষ্ট্যযুক্ত পর্বটি আগামী ১৭ নভেম্বর সম্প্রচার হবে। 

সোনি টিভি-র সম্প্রচারিত প্রোমোতে দেখা যাচ্ছে  মোহিতা এক কোটি টাকা জিতছেন। ভিডিওতে তাঁর সামনে ১ কোটি টাকার প্রশ্ন আসার পর অমিতাভ বচ্চন তাঁকে সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে বলছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে পুরস্কারের অর্থ যাই হোক না কেন, রাতে তিনি শান্তিতে ঘুমোতে কোনও পারবেন এটা ভেবে যে খেলাটা ভালো খেলেছেন । এর পরে, বিগ বি তাঁর পরিচিত ভঙ্গিমায় "এক কোটি" টাকার ঘোষণা করার সঙ্গে সঙ্গে মোহিতার বিজয়ের ঝলক পাওয়া যাচ্ছে। প্রতিযোগী সঠিক উত্তর দেওয়ার পরে আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রোমোতে মোহিতাকে ৭ কোটি টাকার জ্যাকপট রাউন্ডের ১৬ তম প্রশ্নের দিকে এগিয়ে যেতে দেখানো যাচ্ছে।

 

 

এর আগে নাজিয়া নাসিম এই সিজিনের প্রথম প্রতিযোগী যিনি কোটিপতি হয়েছেন। এর আগেও অনেক প্রতিযোগী এই এক কোটির প্রশ্নে পৌঁছালেও, শেষমেশ সফল হন নি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন থেকে পাশ করা ছাত্রী নাজিয়া তাঁর জ্ঞানের দ্বারা আশ্চর্যজনকভাবে এটি করে দেখিয়েছেন। 

Advertisement

১ কোটি টাকার প্রশ্ন নাজিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল, "কোন অভিনেত্রী সেরা নেপথ্য সঙ্গীতের জন্যে জাতীয় পুরস্কার পেয়েছিলেন? উত্তরের অপশন ছিল যথাক্রমে (১) দীপিকা চিখালিয়া (২) রূপা গাঙ্গুলী (৩) নীনা গুপ্তা (৪) কিরণ খের। সঠিক উত্তরটি রূপা গাঙ্গুলী দিয়ে নাজিয়া জিতেছেন এক কোটি টাকা। ২০১১ সালে অদিতি রায় পরিচালিত ছবি 'অবশেষে'- তে 'দূরে কোথায়' এবং 'আজি বিজন ঘরে' গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছিলেন রূপা  গাঙ্গুলী। 

কেবিসির এই প্রোমো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাজিয়ার আগে কেবিসি-র সিজন ১২ তে ছবি কুমারও এক কোটি টাকার প্রশ্নে পৌঁছেছিলেন। কিন্তু তিনি  খেলার শেষে ৫০ লক্ষ টাকা জিতেছিলেন। এক কোটি টাকার প্রশ্নে তিনি খেলা ছেড়েছিলেন। মোহিতা শর্মার প্রমোতে অমিতাভ বচ্চন তাঁকে ৭ কোটি টাকার প্রশ্ন সম্পর্কে কঠোর চিন্তা করতে বলেছিলেন কারণ খুব কম ব্যক্তির পক্ষে এই পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। মোহিতা কি পারবেন জ্যাকপট রাউন্ডের পুরষ্কারের টাকা জিততে এবং ইতিহাস রচনা করতে? সেটি জানা যাবে আগামী ১৭ নভেম্বর রাত ৯ টায়।


 

Advertisement