দীর্ঘ কয়েক মাসের লড়াইয়ের শেষমেশ সামনে এসেছে নির্বাচনের রিপোর্ট কার্ড। ২১৩ টি আসনে জিতে জয়ী তৃণমূল- কংগ্রেস। অন্যদিকে বিজেপি পেয়েছে ৭৭ টি আসন। আর তারপর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে হিংসা। সোমবার রাত থেকেই রাজ্য জুড়ে বিজেপি ও সংযুক্ত মোর্চার একাধিক কর্মীর ওপর অত্যাচার, মারধর, বাড়ি-ঘর ভাঙচুর সহ তাঁদের খুনও করা হয়েছে বলে অভিযোগ। নির্বাচনের আগেই বিজেপি-তে যোগ দিয়েছেন একঝাঁক তারকা। কিন্তু এই হিংসার পরিস্থিতি দেখেও তাঁরা এখন চুপ!
রুদ্রনীল ঘোষ
২ মে ভোটের রেজাল্টের পর শেষ পোস্ট করে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সেদিন তিনি লিখেছিলেন," ২১শের ভোট যুদ্ধ শেষ। মানুষের রায়ে আশাতীত সাফল্যে প্রথম স্থানে তৃণমূল এবং দ্বিতীয় স্থানে বিজেপি। সিপিএম ও কংগ্রেস শূন্য। জয়ী প্রার্থীদের অভিনন্দন। যারা জয়ী হলেন না, তাঁদের পরিশ্রমকে কুর্নিশ। সব রাজনৈতিক দলের ভোটার, সমর্থক ও কর্মীদের ভালবাসা জানাই। নির্বাচনে হার জিত থাকেই। ভবানীপুর কেন্দ্র থেকে আমায় হারিয়ে জয়ী হয়েছেন শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ওঁনাকে অভিনন্দন। সদ্য রাজনীতিতে পা দিয়েই জয়ী হয়েছেন ঘনিষ্ঠ বন্ধু রাজ চক্রবর্তী ও কাঞ্চন মল্লিক। দুজনকেই শুভেচ্ছা। আশা করব প্রথা পালটে তৃণমূল এদের স্বাধীনভাবে কাজ করতে দেবে এবার। এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন শুভেন্দু অধিকারীর কাছে। যে কোন কেউ হারুন বা জিতুন, নতুন সরকারে যেন ফের দূর্নীতি না জেতে সেটাই কাম্য। জিতুক বাংলার সাধারণ মানুষের সত্যিকারের উন্নয়ণ, জিতুক বাংলার বেকারদের চাকরি পাওয়ার স্বপ্ন, জিতুক স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো ও পুলিশের শিরদাঁড়া। হারুক ক্ষমতার আস্ফালন আর গুন্ডামি। জিতুক বাংলার শরীর ও মন।"
২১শের ভোট যুদ্ধ শেষ। মানুষের রায়ে আশাতীত সাফল্যে প্রথম স্থানে তৃণমূল এবং দ্বিতীয় স্থানে বিজেপি। সিপিএম ও কংগ্রেস শূন্য।...
Posted by Rudranil Ghosh on Sunday, 2 May 2021
পায়েল সরকার
অভিনেত্রী পায়েল সরকারও এই নিয়ে কোনও পোস্ট শেয়ার করেননি। কোভিডের জন্য সাহায্য তিনি বিভিন্ন লিড শেয়ার করেছেন। সেই সঙ্গে মঙ্গলবার বিজেপি নেতা তথাগত রায়ের ট্যুইটে মুখ খুলেছেন পায়েল সরকার। তথাগতকে পাল্টা ট্যুইট করে একেবারে 'রুচি' টেনে বিদ্ধ আক্রমণ করেন অভিনেত্রী।
The results might not be in our favour but we did put in hard work under the guidance of @narendramodi ji,@KailashOnline ji, @SuvenduWB da,@AmitShah ji, @DilipGhoshBJP da. This might look stupid to you sir but these tweets from ur verified twitter profile purely shows class. 🙏🏻 https://t.co/dDW5BUdW3I
— Paayel Sarkar (@Paayel_12353) May 4, 2021
শ্রাবন্তি চট্টোপাধ্যায়
অভিনেত্রী শ্রাবন্তি চট্টোপাধ্যায় বাংলার হিংসা নিয়ে কোনও মন্তব্য বা প্রতিবাধ করেননি সামাজিক মাধ্যমে।
যশ দাসগুপ্ত
অভিনেতা যশ দাসগুপ্তও নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দিয়ে চন্ডীপুর কেন্দ্রের প্রার্থী ছিলেন। কিন্তু তৃণমূল-কংগ্রেসের প্রার্থী অভিনেতা- সোহম চক্রবর্তী বিজয়ী। ভোট পরবর্তী রাজ্যের হিংসার পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করেননি যশও।
পার্ণো মিত্র
নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার আগেই কোভিডে আক্রান্ত হয়েছেন পার্ণো মিত্র। কিন্তু সোশ্যাল মাধ্যমে পরাজিত হওয়ার পর কিংবা বর্তমান পরিস্থিতি নিয়ে চুপ রয়েছেন তিনি।
হিরণ চট্টোপাধ্যায়
খড়গপুর সদরে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলেননি তিনি।
তনুশ্রী চক্রবর্তী
নির্বাচনের ফল প্রাকাশের পরের দিন তনুশ্রী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, "শ্যামপুরের মানুষদের অশেষ ধন্যবাদ 2021 এর নির্বাচনে আমার পাশে এভাবে থাকার জন্য, পরবর্তী সময়ে আমরা একসাথে মানুষের পাশে থেকে ভারতীয় জনতা পার্টির সংকল্প কে এগিয়ে নিয়ে যাব, সমগ্র পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলের পর যেভাবে বিজেপি কর্মী ও সাধারন মানুষরা হিংসায় আক্রান্ত হচ্ছে তাতে আমি প্রশাসনিক তৎপরতার দাবি জানাচ্ছি,সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।" এরপর তাঁর আর কোনও পোস্ট নেই।
শ্যামপুরের মানুষদের অশেষ ধন্যবাদ 2021 এর নির্বাচনে আমার পাশে এভাবে থাকার জন্য, পরবর্তী সময়ে আমরা একসাথে মানুষের পাশে...
Posted by Tnusree C on Monday, 3 May 2021