Dev Anirban New Movie: ইন্ডাস্ট্রিতে 'ব্রাত্য' অনির্বাণকেই দেব নিচ্ছেন নিজের ছবিতে? স্বরূপকে সরাসরি চ্যালেঞ্জ ঘিরে জল্পনা

Tollywood Big Update: একদল পরিচালকদের সঙ্গে, শ্যুটিংয়ে বাধা পেয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও। দুই পক্ষের লড়াই আদালত পর্যন্ত গড়িয়েছে। বাকিরা একে একে পিছিয়ে এসে, 'ভুল বোঝাবুঝি' মিটিয়ে নিলেও, নিজের অবস্থানে অনড় অনির্বাণ।

Advertisement
ইন্ডাস্ট্রিতে 'ব্রাত্য' অনির্বাণকেই দেব নিচ্ছেন নিজের ছবিতে? অনির্বাণ, স্বরূপ, দেব

শিরোনামে থাকে স্টুডিওপাড়া। বাংলা ইন্ডাস্ট্রি ঝামেলা মিটেও যেন মিটছে না। স্টুডিও পাড়ায় ফেডারেশন বনাম ডিরেক্টর্স গিল্ডের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলছে। টেকনিশিয়নদের বিরুদ্ধেও বারবার উঠেছে অসহযোগিতার অভিযোগ। দীর্ঘদিন শ্যুটিং বন্ধ ছিল  বহু অভিনেতা-পরিচালকদের। একদল পরিচালকদের সঙ্গে, শ্যুটিংয়ে বাধা পেয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও। দুই পক্ষের লড়াই আদালত পর্যন্ত গড়িয়েছে। বাকিরা একে একে পিছিয়ে এসে, 'ভুল বোঝাবুঝি' মিটিয়ে নিলেও, নিজের অবস্থানে অনড় অনির্বাণ। একে একে মুখ ফেরাচ্ছেন পরিচালক- প্রযোজকেরা। হুলিগানিজমের গান ছাড়া এই মুহূর্তে তাঁর হাতে বিশেষ কোনও কাজ নেই। 

নিজেরা কিছু করতে না পারলেও, অনির্বাণের মতো গুণী শিল্পীর এভাবে বসে থাকা ভাল চোখে দেখছেন টলিউডের বেশীরভাগ শিল্পীরা। তবে এবার এক প্রকার 'মসিহা' হয়ে এলেন দেব। ইন্ডাস্ট্রিতে জোর জল্পনা, নিজের পরের ছবিতে, এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা সেই অনির্বাণ ভট্টাচার্যকেই গুরুত্বপুর্ণ চরিত্রে কাস্টিং করতে চলেছেন দেব।

আরও পড়ুন: বাংলা সিরিয়ালে এলিয়েনের এন্ট্রি, তীর মেরে তাড়াবে রাঙামতি, তুুমুল খোরাক, VIRAL

কানাঘুষো শোনা যাচ্ছে, দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরের ছবিতে মূল খলনায়কের চরিত্রে দেখা যাবে অনির্বাণকে। খবর অনুযায়ী, সব ঠিক থাকলে, নিজেই ঘোষণা করবেন দেব। যদিও এখনও পর্যন্ত অনির্বাণ বা দেব, কারও তরফ থেকে এবিষয়ে সিলমোহর পাওয়া যায়নি। তবে এর আগে 'গোলন্দাজ' ও 'রঘু ডাকাত' ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন।  

এদিকে টলিউড ইন্ডাস্ট্রি ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের কথায় চলে, একথা প্রায় সকলেরই জানা। তাঁকে নিয়ে অনেকের আপত্তি থাকলেও, পিছনে নেতিবাচক মন্তব্য করলেও, সামনে এসে বলার মতো পরিস্থিতি কারও নেই। ফেডারেশনের বিরুদ্ধাচরণ করে কাজ হাতছাড়া করতে হয়েছে। এমনকী এর সবচেয়ে বড় উদাহরণ, খোদ অনির্বাণ। টলিপাড়াকে জড়িয়ে, শাসক দলের অভ্যন্তরীণ রাজনীতি লেগেই রয়েছে। এবার এক প্রকার স্বরূপকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দেব। 

আরও পড়ুন: পরিবারের কূটকচালি, কমবয়সী প্রেম অতীত! মধ্যবয়সী দম্পতির গল্পের স্রোতেই ভাসছে বাংলা সিরিয়াল?

Advertisement

এর আগে, বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করায়, দলের একাংশের কাছে প্রবল কটাক্ষের মুখে পড়েছিলেন দেব। তবে তিনি 'কেয়ার নট অ্যাটিটিউট' রেখে নিজের কাজ করে গিয়েছেন। টলিউডের 'রাজার রাজা' বারবার বার্তা দিয়েছেন, কোনও রাজনৈতিক রং তাঁর কাছে গুরুত্ব রাখে না কাজের ক্ষেত্রে। যদি সেই অভিনেতাকে উপযুক্ত মনে হয়, হলে তাঁকেই তাঁর ছবিতে নেবেন। এবার দেখার অনির্বাণের ক্ষেত্রে নিজের অবস্থানে অনড় থাকেন কিনা অভিনেতা- সাংসদ। 

প্রসঙ্গত, ফের বড় পর্দায় ফিরছে দেব- শুভশ্রী জুটি। দেবের জীবনের ৫১ তম ছবি এবং জুটির সপ্তম ছবি আসছে এবছরের দুর্গাপুজোয়। চমক এখানেই শেষ নয়। এই ছবিতে থাকবে দু'জনের ভরপুর রোম্যান্স। নির্মাতাদের দাবি, এই রসায়ন সকলের মনে থেকে যাবে।

আরও পড়ুন: টলিপড়ায় ফের সানাইয়ের সুর! বিয়ের পিঁড়িতে বসছেন রণজয় ও শ্যামৌপ্তি?

চলতি বছরে তিন বড় ছবি আনতে চলেছেন দেব। এবার নিজের দুই সফল ছবির সিক্যুয়েল আনতে চলেছেন মেগাস্টার। 'বাইক অ্যাম্বুলেন্স দাদা', 'টনিক ২', 'খাদান ২' মুক্তি পাবে ২০২৬-এই। সাধারণত স্বাধীনতা দিবস, দুর্গাপুজো এবং বড়দিনের আগে মুক্তি পায় দেবের ছবি। 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' আসবে স্বাধীনতা দিবসের আগে। বাকি পড়ে রইল 'টনিক ২' ও 'খাদান ২'। এবার দেখার পুজো এবং বড়দিনে কোনটা মুক্তি পায়। তাহলে কি 'টনিক ২' বা 'খাদান ২'-তে দেবের সঙ্গে জুটি বাঁধবেন শুভশ্রী? নাকি তালিকায় যোগ হতে চলেছে আরও এক ছবি? তবে বলাই বাহুল্য ২০২৬-এ টলিউডে জব্বর টক্কর হতে চলেছে। 

 

POST A COMMENT
Advertisement