Ushasie Chakraborty: 'কলকাতায় শীতে স্নান করি না...!' ইউরোপ ট্যুরে ঠাণ্ডায় কাবু হয়ে সিক্রেট শেয়ার 'জুন আন্টি'-উষসীর

Ushasie Chakraborty: নেতিবাচক চরিত্রে 'জুন' যতটা গা জ্বালা ধরাতে পারেন দর্শকদের, রিয়েল লাইফে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী কিন্তু একেবারে বিপরীত মেরুর মানুষ।

Advertisement
'কলকাতায় শীতে স্নান করি না...!' ইউরোপ ট্যুরে ঠাণ্ডায় কাবু হয়ে সিক্রেট শেয়ার উষসীর  অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (ছবি: ইন্সটাগ্রাম)

বাংলা ছোটপর্দার দর্শকদের মধ্যে জুন আন্টির নাম জানেন না, এরকম খুব বাঙালিই আছেন। টেলিভিশনের জনপ্রিয় ভিলেনদের মধ্যে বর্তমানে প্রথম সারিতেই আসে তাঁর নাম। তবে নেতিবাচক চরিত্রে 'জুন' যতটা গা জ্বালা ধরাতে পারেন দর্শকদের, রিয়েল লাইফে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) কিন্তু একেবারে বিপরীত মেরুর মানুষ। ওয়ার্ক আউট থেকে ঘুরতে যাওয়া, এই সবই রয়েছে অভিনেত্রীর পছন্দের তালিকার একেবারে প্রথম সারিতে। 

বর্তমানে বিদেশে ঘুরতে গিয়েছেন ঊষসী। অভিনেত্রী পাড়ি দিয়েছেন ইউরোপে (Europe)। আর বিভিন্ন মুহূর্তের ছবি নেটিজেন ও ফ্যানেদের সঙ্গে শেয়ার করছেন জুন আন্টি। শীতে কাবু হয়ে সকলের সঙ্গে তিনি শেয়ার করে ফেললেন সিক্রেটও। স্যুইডেন থেকে একটি ভিডিও শেয়ার করে তিনি জানালেন, "এই জায়গাটা ভীষণ ভাল কিন্তু আমার ভীষণ ঠাণ্ডা লাগছে। আমি তো কলকাতায় শীতের সময় স্নান করি না এবং রুম হিটার জ্বালাই... বুঝতেই পারছেন আমার অবস্থা খুব খারাপ...।" 

 

 

আরও পড়ুন:  TRP: বিশাল রদবদল রেটিং চার্টে! চমক গৌরী -জগদ্ধাত্রীর, খড়ি- মিঠাইদের স্কোর কেমন?

নেদারল্যান্ড, ডেনমার্কের মতো দেশগুলিতে চুটিয়ে ঘুরে বেরাচ্ছন সকলের প্রিয় "জুন আন্টি'। অ্যামস্টারড্যামে এক নতুন বন্ধুও হয়েছে অভিনেত্রীর। সকলের সামনে তুলে ধরলেন তাঁর ছবিও। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, "অ্যামস্টারড্যামের ড্যাম স্কোয়ারে নতুন বন্ধুর সঙ্গে...।" এই ছবিতে  ঊষসী পড়েছেন গোলাপি রঙা টি- শার্ট, টুপি ও লং কোর্ট। অভিনেত্রীর এই ফ্যাশন গোলস হতেই পারে আপনার পরবর্তী ভ্যাকশনের স্টাইল স্টেটমেন্ট। দেশপ্রধান রাজ্য বা দেশে গেলে আপনিও নিঃসন্দেহে হতে পারবেন নজরকাড়া।  

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ushasie Chakraborty (@ushasieofficial)

Advertisement

 

আরও পড়ুন:  'নিম ফুলের মধু' -র জেরে কোপ পড়বে 'পিলু'-র উপর? মেগা শেষ হওয়ার জল্পনা...

প্রসঙ্গত, প্রায় আড়াই বছর ধরে প্রাইম টাইমে চলেছে তাঁর ধারাবাহিক 'শ্রীময়ী'। বরাবরই জীবনে পজিটিভ থাকতে পছন্দ করেন উষসী চক্রবর্তী। আর সেই পজিটিভিটির বার্তা অনুগামীদের মধ্যেও ছড়িয়ে দেন অভিনেত্রী। ফিটনেস নিয়ে বারবার কথা বলেছেন তিনি। আর সে প্রমাণ মেলে তাঁর সোশ্যাল পেজে উঁকি মাড়লেই। 


 

POST A COMMENT
Advertisement