ব্রিটেনে ইতিমধ্যেই করোনার নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। এই নয়া স্ট্রেন ৭০ শতাংশ বেশি শক্তিশালী। বিশ্বজুড়ে যখন ভ্যাকসিনের ট্রায়াল চলছে, তখন নতুন বছরের দোরগোড়ায় করোনার ভয়ঙ্কর সংক্রামক স্ট্রেন নিয়ে প্রমাদ গুনছে বিশ্ববাসী। ইতিমধ্যেই ব্রিটেনে নতুন করে করোনা বিধি আরও কঠোর করা হয়েছে।
এখন প্রশ্ন হল, বিশ্বজুড়ে একাধিক ভ্যাকসিন যে ট্রায়াল চলছে, করোনার এই নতুন স্ট্রেনে তা কি কাজ করবে? না কি এতদিনের চেষ্টা সব বৃথা হয়ে গেল? এমনিতেই গোটা বছর ভয়, মৃত্যুতে কেটেছে। তার উপর বছরের শেষে নয়া স্ট্রেন আরও আশঙ্কা বাড়িয়েছে বিশ্বে। বর্তমানে যে ভ্যাকসিনগুলি ছাড়পত্র পাচ্ছে বা হিউম্যান ট্রায়াল চলছে, তাতে নয়া স্ট্রেনের ক্ষেত্রেও ভয়ের কিছু নেই বলেই জানালেন CSIR-এর ডিরেক্টর জেনারেল শেখর মান্ডে।
তিনি জানাচ্ছেন, করোনা ভাইরাসের এই নয়া স্ট্রেন আরও সংক্রামক ঠিকই। তবে ভ্যাকসিন এই নতুন স্ট্রেনের ক্ষেত্রেও সমান কার্যকরী হবে।
CSIR-এর ডিরেক্টর জেনারেলের কথায়, 'এ কথা ঠিক, নতুন স্ট্রেন আরও বেশি সংক্রামক। তার মানেই এই নয় যে, আরও মানুষ মারা যেতে চলেছে। করোনা ভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।'
তিনি জানান, নতুন মিউটেশন হওয়া করোনা ভ্যাকসিনেও একই রকম ভাবে কার্যকর হবে ভ্যাকসিন। তাই ভয়ের কিছু নেই।