scorecardresearch
 
Advertisement
অপরাধ

অনলাইনে প্লেনের টিকিট, লক্ষাধিক টাকা গায়েব উত্তরপাড়ার প্রৌঢ়ের

বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারিত
  • 1/6

অনলাইনে বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার হুগলির উত্তরপাড়ার এক প্রৌঢ়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব ৪ লক্ষ ৭৮ হাজার টাকা। অবশেষে চন্দননগর কমিশনারেটের সাইবার সেলের (Cyber Cell) দারস্থ তিনি। অভিযোগ জানালেন উত্তরপাড়া থানায় (Uttarpara Police Station)।

বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারিত
  • 2/6

জানা গিয়েছে, উত্তরপাড়া বিবিএনসি সরণীর বাসিন্দা বেসরকারী সংস্থার অবসর প্রাপ্ত  কর্মী অসীমকুমার ঘোষাল দিল্লি যাওয়ার জন্য অনলাইটে টিকিট কাটার চেষ্টা করেন। 

বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারিত
  • 3/6

কিন্তু ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও ই-মেলে টিকিট বা মোবাইলে এসএমএস, কোনওটাই পাননি অসীমবাবু। এরপর ইন্টারনেট থেকে বিমান সংস্থার নম্বর জোগার করে সেখানে যোগাযোগ করেন তিনি। 

Advertisement
বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারিত
  • 4/6

বিমান সংস্থার কাস্টমার কেয়ারে জানান গোটা বিষয়টি। অসীমবাবার দাবি, কাস্টমার কেয়ার থেকে জানান হয় তাঁর টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এরপর তাঁর নাম ও ফোন নম্বরও জানতে চাওয়া হয়।

বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারিত
  • 5/6

অভিযোগ, নাম এবং ফোন নম্বর বলার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ধাপে ধাপে মোট ৪ লক্ষ ৭৮ হাজার টাকা কেটে নেওয়া হয় অ্যাকাউন্ট থেকে। যদিও তিনি কোনওরকম ওটিবি বা পিন নম্বর শেয়ার করেননি বলেই জানাচ্ছেন অসীমবাবু।

বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারিত
  • 6/6

ঘটনায় ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। এই বিষয়ে অবিলম্বে তদন্ত করে তাঁর টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করা হোক, এমনটাই আবেদন অসীমকুমার ঘোষালের।

Advertisement