অনলাইনে বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার হুগলির উত্তরপাড়ার এক প্রৌঢ়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব ৪ লক্ষ ৭৮ হাজার টাকা। অবশেষে চন্দননগর কমিশনারেটের সাইবার সেলের (Cyber Cell) দারস্থ তিনি। অভিযোগ জানালেন উত্তরপাড়া থানায় (Uttarpara Police Station)।
জানা গিয়েছে, উত্তরপাড়া বিবিএনসি সরণীর বাসিন্দা বেসরকারী সংস্থার অবসর প্রাপ্ত কর্মী অসীমকুমার ঘোষাল দিল্লি যাওয়ার জন্য অনলাইটে টিকিট কাটার চেষ্টা করেন।
কিন্তু ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও ই-মেলে টিকিট বা মোবাইলে এসএমএস, কোনওটাই পাননি অসীমবাবু। এরপর ইন্টারনেট থেকে বিমান সংস্থার নম্বর জোগার করে সেখানে যোগাযোগ করেন তিনি।
বিমান সংস্থার কাস্টমার কেয়ারে জানান গোটা বিষয়টি। অসীমবাবার দাবি, কাস্টমার কেয়ার থেকে জানান হয় তাঁর টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এরপর তাঁর নাম ও ফোন নম্বরও জানতে চাওয়া হয়।
অভিযোগ, নাম এবং ফোন নম্বর বলার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ধাপে ধাপে মোট ৪ লক্ষ ৭৮ হাজার টাকা কেটে নেওয়া হয় অ্যাকাউন্ট থেকে। যদিও তিনি কোনওরকম ওটিবি বা পিন নম্বর শেয়ার করেননি বলেই জানাচ্ছেন অসীমবাবু।