Hanskhali Minor Rape Case : হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণ কাণ্ডে ধৃত আরও ১

Hanskhali Minor Rape Case: হাঁসখালির ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও এক অভিযুক্তকে। তার নাম প্রভাকর পোদ্দার। এই ঘটনায় আগে গ্রেফতার করা হয়েছে সোহেল গয়ালি নামে এক যুবককে। 

Advertisement
হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণ কাণ্ডে ধৃত আরও ১হাঁসখালির ঘটনায় গ্রেফতার আরও ১ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • হাঁসখালির ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও এক অভিযুক্তকে
  • তার নাম প্রভাকর পোদ্দার
  • এই ঘটনায় আগে গ্রেফতার করা হয়েছে সোহেল গয়ালি নামে এক যুবককে

Hanskhali Minor Rape Case: হাঁসখালির ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও এক অভিযুক্তকে। তার নাম প্রভাকর পোদ্দার। এই ঘটনায় আগে গ্রেফতার করা হয়েছে সোহেল গয়ালি নামে এক যুবককে। 

গণধর্ষণের অভিযোগ
একটি ১৪ বছর বয়সী মেয়ে ৪ এপ্রিল স্থানীয় টিএমসি নেতার ছেলের জন্মদিনের পার্টিতে গিয়েছিল। যেখানে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। এবং পরের দিন ওই কিশোরী মারা যায়। গণধর্ষণের অভিযোগ উঠেছে। গণধর্ষণের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। 

আরও পড়ুন: একধাক্কায় অনেকটা দাম বাড়ছে পাঁউরুটির, ঘোষণা বেকারি মালিকদের  

আরও পড়ুন: প্রবীণ-মহিলারা বেশি সাইবার অপরাধের শিকার, বলছে NCRB-র তথ্য

সোচ্চার বিরোধীরা
এ নিয়ে তাঁর সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেস নেতা অধীর চৌধুরি, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আজ, মঙ্গলবার সেখানে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি যাবে।

কী হয়েছিল?
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, জন্মদিনের অনুষ্ঠানে নাবালিকা প্রেমিকাকে আমন্ত্রণ জানিয়ে, মদ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। পরে মৃত্যু হয় ওই নাবালিকার। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার হাঁসখালি থানা এলাকার গাজনায়।  

আরও পড়ুন: স্যালারি ৫০ হাজার, তা-ও লাগবে না ট্যাক্স, কী করে? জানুন

আরও পড়ুন: ডিনারের ঠিকঠিকানা নেই? বাড়বে ওজন, উড়বে ঘুম, সঙ্গে আরও সমস্যা

ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক সোহেল গয়ালি ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গিয়েছিল। গত সোমবার (৪ এপ্রিল) বিকেলে নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। শনিবার রাতে মৃতার পরিবারের তরফ থেকে হাঁসখালি থানায় অভিযোগ জানানো হয়। 

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরও অভিযোগ উঠেছে, মৃত্যুর পর সোহেল গয়ালীর পরিবারের চাপ দিয়েছিল। আর তাই ময়নাতদন্ত না করিয়ে তড়িঘড়ি শেষকৃত্য করা হয়। অভিযুক্ত ওই যুবকের বাবা গাজনা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্য। তিনি তৃণমূল করেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

মমতাকে আক্রমণ শুভেন্দুর
মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিজের মুখ ব্লিচিং পাউডার এবং ফিনাইল দিয়ে পরিষ্কার করা উচিত। সোমবার এভাবেই তাঁকে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাঁসখালি গ্রামে একটি নির্যাতিতার মৃত্যু ঘটনায় মুখ্যমন্ত্রীর করা মন্তব্যকে তুলোধোনা তিনি।

হুগলিতে তিনি জানান, মুখ্যমন্ত্রীর লজ্জা করে না যে উনি একটি নির্যাতিতা মেয়ের ব্যাপারে এমন মন্তব্য করছেন? মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে যতই নিন্দা করা যায়, সেটা হবে কম।

 

POST A COMMENT
Advertisement