scorecardresearch
 
Advertisement

RG Kar Murder Case: 'আর জি করের বিচার চাই', সল্টলেকে একযোগে পথে নামল ইস্টবেঙ্গল-মোহনবাগান

RG Kar Murder Case: 'আর জি করের বিচার চাই', সল্টলেকে একযোগে পথে নামল ইস্টবেঙ্গল-মোহনবাগান

আরজি কর কাণ্ডের বিচার চেয়ে এক ছাতার তলায় ইস্টবেঙ্গল-মোহনবাগান। দুই দলের সমর্থকরা সল্টলেকে পথে নেমেছেন। বিকেল ৫ টা থেকে মিছিল শুরু হওয়ার কথা। তবে তার আগেই সেখানে জমায়েত শুরু হয়েছে। জাস্টিস ফর আরজি কর স্লোগানে মুখরিত যুবভারতী ক্রীড়াঙ্গনের আশপাশের এলাকা। যদিও পুলিশ ১৪৪ ধারা জারি (ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা) জারি করেছে

Advertisement