পূর্ব মেদিনীপুর থেকে উদ্ধার ৪০ কেজির গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে মেচেদা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। কোলাঘাট থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে ওড়িশা থেকে গাঁজা নিয়ে টোটো করে তমলুক যাচ্ছিল চারজন। মেচেদার কাছে পুলিশ তাদের ধরে। তমলুক থানার এসডিপিও সাকিব আহমেদ ও তমলুকের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ছিলেন। পাচারকারীরা তমলুকের বাসিন্দা বলে জানা গেছে।