Advertisement

Human Head Rescue: ভয়াবহ! মালদায় ব্যাগে উদ্ধার ব্যক্তির কাটা মুন্ডু

কাটা মুন্ডু উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদায়। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে মালদার ফোয়াড়া মোড় সংলগ্ন পুরাতন হাসপাতাল গ্রাউন্ডের ভিতরে পৌরসভার পার্কিং এরিয়ায় শৌচকর্ম করতে যান কয়েকজন। সেই সময়ই একটি ব্যাগের মধ্যে কাটা মুন্ডুটি দেখতে পান তাঁরা। ঝড়ের গতিতে খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে। কাটা মুন্ডু দেখতে ভিড় জমান উৎসাহী জনতা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার পুলিশ। কাটা মুন্ডুটি উদ্ধার করা হয়। তারপর সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজে ও হাসপাতালের মর্গে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মুণ্ডুটি মধ্যবয়স্ক এক ব্যক্তির। তবে নিহত ব্যক্তির কোনওরকম পরিচয় জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুন নাকি তন্ত্রমন্ত্র সংক্রান্ত বিষয়, তা খতিয়ে দেখেছে পুলিশ।

Human Head Rescue at Malda

Advertisement
POST A COMMENT