সুপার সাইক্লোন আম্ফানের বর্ষপূর্তিতে বাংলায় হানা দিতে চলছে আর এক ঘূর্ণিঝড় ইয়াস। এই ইয়ায় সিভিয়ার সাইক্লোনের রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এখন পর্যন্ত বাংলার উপকূলের দিকেই ইয়াসের অভিমুখ।
আগামী বুধবার স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও ওড়িশার পারাদ্বীপের মধ্যে দিয়ে ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
Depression has formed over eastcentral BOB at 1130 IST.Itwould intensify further and cross north Odisha-West Bengal coast betweenParadeep and Sagar Island by 26th evening as a Very Severe Cyclonic Storm. For more detail : https://t.co/3Sf6JA45yn pic.twitter.com/ddqTzezLnC
— India Meteorological Department (@Indiametdept) May 23, 2021
IMD- তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে গভীর নিম্নচাপ রূপে ১৬ ডিগ্রি ১ মিনিট উত্তর অক্ষাংশ ও ৯০ ডিগ্রি ২ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এই মুহূর্তে আন্দামানের পোর্ট প্লেয়ার থেকে ৫৬০ কিলোমিটার উত্তরে উত্তর-পশ্চিম, ওড়িশার বালেশ্বর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব ও পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে গভীর নিম্নচাপ।
২৪ মে অর্থাৎ সোমবারই সাইক্লোনে পরিণত হবে ইয়াস। আর ২৫ মে সেটি পরিণত হবে 'ভেরি সিভিয়ার' অর্থাৎ অতি তীব্র ঘূর্ণিঝড়ে।
শনিবার পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দিঘা থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ৬৭০ কিলোমিটার দুরে এই মুহূর্তে অবস্থান করছে সেটি।
২৫ মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস। বুধবার সন্ধ্যাবেলা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে ইয়াস। তার আগে মঙ্গলবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার সন্ধ্যাবেলা থেকেই ৫০-৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ১৫৫-১৬৫ কিলোমিটার। পারাদ্বীপ ও সাগরের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে ইয়াস।
‘আম্ফানের’-এর থেকেও কি ভয়ঙ্কর হতে চলেছে ‘ইয়াস’? আপাতত সেই উত্তরের সন্ধানে আছেন বঙ্গবাসীরা। তবে আপাতত আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আমফান অনেক বেশি বিধ্বংসী ছিল। ইয়াসের তীব্রতা তার থেকে কম থাকবে।
গত বছর ২০ মে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার বেগে সুন্দরবনে আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন আম্ফান। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটারে পৌঁছে গিয়েছিল।
ইয়াসের আছড়ে পড়ার কথা বুধবার অর্থাৎ ২৬ মে। ওইদিন উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইবে। ঝড় উত্তরোত্তর গতি বাড়াবে। ইয়াসের উপকূল ছোঁয়ার সঙ্গে সঙ্গে গতিবেগ বেড়ে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার হবে। ইয়াসের প্রভাবে উত্তাল হবে সমুদ্র। জলোচ্ছ্বাসও সাংঘাতিক মাত্রা নেবে উপকূলে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বাংলার প্রায় সমস্ত জেলায়।
ইয়াসের প্রভাবে বুধবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায়। ঝাড়গ্রাম, বাঁকুড়াতেও বৃষ্টি হতে পারে। হিমালয়ের পাদদেশের জেলা দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে মালদৈ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। মু্র্শিদাবাদ থেকে শুরু করে পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূমেও অতি ভারী বৃষ্টি হবে।