নয়া সংসদ ভবনের ছাদে, ব্রোঞ্জের অশোক স্তম্ভ (National Emblem ) উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর ওই অশোক স্তম্ভটিকে স্টিলের যে ফ্রেমটি সাপোর্ট দিচ্ছে সেটির ওজন প্রায় সাড়ে ৬ হাজার কেজি।
Watch | PM @narendramodi unveiled the National Emblem cast on the roof of the New Parliament Building today morning and also interacted with the Shramjeevis engaged in the operation of the new Parliament. pic.twitter.com/HU3lrlSNro
— Prasar Bharati News Services पी.बी.एन.एस. (@PBNS_India) July 11, 2022
এদিন পুজোতে বসতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
আরও পড়ুন - গ্রিন টি-তে মেশান মধু-মেথি, ওজন ঝরবে চোখের নিমেষে
পাশাপাশি নতুন সংসদ ভবন নির্মাণের কাজে যুক্ত কর্মীদের সঙ্গে এদিন কথাও বলেন নরেন্দ্র মোদী। তাঁরা কেমন আছেন, তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানতে চান প্রধানমন্ত্রী। এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরে তাঁরা খুব খুশি বলে জানান কর্মীরা।
ভাবনা থেকে স্থাপনা করা পর্যন্ত, মোট ৮টি ধপের মধ্যে দিয়ে তৈরি হয়েছে নতুন এই অশোক স্তম্ভ।
আরও পড়ুন - রোজ খান ১টি অ্যাভোকাডো; বাড়বে না ওজন থাকবে না কোলেস্টেরল-সমস্যাও