scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

Kolakta To Sikkim By Train Soon: শিয়ালদহ-হাওড়া থেকেই এবার ট্রেনে সোজা গ্যাংটক-নাথুলা, খুব শীঘ্রই

গ্যাংটক পর্যন্ত রেললাইন বসানোর প্রস্তুতি
  • 1/10

শিলিগুড়ির সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত কাজ প্রায় শেষের পথে। কয়েক মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা। টানেলের কাজও প্রায় শেষ হতে চলেছে। তার মাঝেই এবার গ্যাংটক পর্যন্ত সরাসরি শিলিগুড়ি থেকে ট্রেন পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে গেলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে।

আরও পড়ুনঃ এখনও আড়ালে দার্জিলিং পাহাড়ের মন ভালো করা জায়গা তাবাকোশি', কীভাবে যাবেন ?

গ্যাংটক পর্যন্ত রেললাইন বসানোর প্রস্তুতি
  • 2/10

২০২৪ এর শুরুতেই এই নতুন প্রকল্পের কাজ শুরু হয়ে যাওয়ার কথা বলে জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী। তিনি আশাবাদী এই রেললাইন সিকিমের অর্থনীতিতে বড় সহায় হবে।

আরও পড়ুনঃ শিয়ালদা থেকে দার্জিলিং ঘুরে আসতে খরচ মাত্র ১২০০ টাকা! আগে জানতেন?

গ্যাংটক পর্যন্ত রেললাইন বসানোর প্রস্তুতি
  • 3/10

শিলিগুড়িতে ফাঁসিদেওয়ার লিউসিপোখরিতে পাহাড়ি মাতার মন্দিরে পুজো দিতে এসেছিলেন। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়ে দেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং রেল মন্ত্রকের সঙ্গে তাদের কথাবার্তা চলছে। রংপোর স্টেশন চালু হয়ে গেলেই গ্যাংটক থেকে রংপো পর্যন্ত কানেক্টিং রেল লাইন বসানোর কাজ শুরু হয়ে যাবে।

আরও পড়ুনঃ Darjeeling Hotels AT Below 500 Rupees : পকেটে মাত্র ৫০০ টাকা থাকলেই দার্জিলিঙে থাকা নিয়ে চিন্তা নেই, রইল তালিকা

Advertisement
গ্যাংটক পর্যন্ত রেললাইন বসানোর প্রস্তুতি
  • 4/10

তিনি জানিয়েছেন, সেবক-রংপোর রেল পথের কাজ দ্রুত গতিতে চলছে এই প্রকল্পে সিকিমের যে এলাকা পড়েছে সেখানে কোনও সমস্যা নেই। সরকারের তরফে সমস্ত ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ৪০ ডিগ্রি তাপে পুড়ছেন, ৫ ডিগ্রি চলছে কাছেই ৪ জায়গায়, খরচও কম, রইল হদিশ

গ্যাংটক পর্যন্ত রেললাইন বসানোর প্রস্তুতি
  • 5/10

২০২৩ সালের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পরেই দ্বিতীয় পর্যায়ের রংপো থেকে গ্যাংটক পর্যন্ত রেললাইন বসানো হবে এবং শেষমেষ লক্ষ্যমাত্রা রয়েছে।

গ্যাংটক পর্যন্ত রেললাইন বসানোর প্রস্তুতি
  • 6/10

গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কেন্দ্রীয় সরকারের তরফে পরিকল্পনার অঙ্গ হিসেবে সিকিমকে জুড়ে নেওয়া হয়েছে। যেহেতু সিকিমের সীমান্তে এই নাথুলা রয়েছে।

গ্যাংটক পর্যন্ত রেললাইন বসানোর প্রস্তুতি
  • 7/10

জাতীয় নিরাপত্তা স্বার্থে রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটক যাতায়াতের পাশাপাশি সামরিক প্রতিরক্ষার ক্ষেত্রে এই রেলপথ বড় ভূমিকা নেবে আগামী কয়েক বছরে জানা গিয়েছে।

আরও পড়ুনঃনগরবাউলদের জন্য প্রকৃতির জোড়া উপহার রকি আইল্যান্ড-সুনতালেখোলা

Advertisement
গ্যাংটক পর্যন্ত রেললাইন বসানোর প্রস্তুতি
  • 8/10

গ্যাংটক থেকে রংপো এবং মল্লি এলাকা থেকে জোরথাং পর্যন্ত উত্তর সিকিম একাধিক জায়গায় জাতীয় সড়ক রয়েছে। সব রাস্তাই এখন ভালো। এছাড়া কেন্দ্রীয় সরকার ভারতমালা প্রকল্পে মঙ্গল থেকে চুংথাং হয়ে লাচুং পর্যন্ত নতুন রাস্তা তৈরির জন্য প্রায় ৫০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। সেই রাস্তার কাজ শেষ হয়ে গেলে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেরই উপকার হবে।

গ্যাংটক পর্যন্ত রেললাইন বসানোর প্রস্তুতি
  • 9/10

শিলিগুড়ি-সিকিমের রাস্তায় ন্যাশনাল হাইওয়ে ১০ এ বারবার ধস নামায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। ঠিকমতো মেরামত করার উপরে জোর দিয়েছেন তিনি। সেবক-রংপো রেললাইনের জন্য সিকিম সরকারের তরফে সমস্ত বিভাগের নো অবজেকশন সার্টিফিকেট রেলের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও এই রেলপথের সামান্য অংশই সিকিমে পড়েছে।

 

গ্যাংটক পর্যন্ত রেললাইন বসানোর প্রস্তুতি
  • 10/10

আর রেললাইন চালু হলে কলকাতার শিয়ালদা-হাওড়া থেকে ট্রেন ধরে সরাসরি শিলিগুড়ি, সেখান থেকে স্টেশনে শুধু ট্রেন বদলে চলে যেতে পারবেন গ্যাংটক অথবা নাথুলা। অন্যদিকে রেলপথ চালু হলে সরাসরি দিল্লি, কলকাতা থেকে ট্রেন দেওয়া হবে বসে রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। ফলে সোনায় সোহাগা।

আরও পড়ুনঃ পাহাড় প্ল্যান করে শিলিগুড়িতে আটকে পড়েছেন? যা যা উপভোগ করতে পারেন...

Advertisement