scorecardresearch
 

Bullet Train : দিল্লির সঙ্গে অযোধ্যা-বারাণসীকে মেলাবে বুলেট ট্রেন, DPR তৈরি হচ্ছে

ভারতে বুলেট ট্রেন (Bullet Train) চালানোর দায়িত্বে রয়েছে ন্য়াশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL)। তারা আশা করছে, সেপ্টেম্বর মাসে দিল্লি এবং বারাণসীর মধ্যে করিডর তৈরির কাজের ডিপিআর তৈরির কাজ শেষ হয়ে যাবে।

Advertisement
অযোধ্যা এবং বারাণসী বুলেট ট্রেনের মাধ্যমে জুড়বে দিল্লির সঙ্গে (প্রতীকী ছবি) অযোধ্যা এবং বারাণসী বুলেট ট্রেনের মাধ্যমে জুড়বে দিল্লির সঙ্গে (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • অযোধ্যা এবং বারাণসীতে চালু হতে চলেছে বুলেট ট্রেন
  • ওই দুই শহর জুড়ে যাবে দিল্লির সঙ্গে
  • সম্প্রতি এ ব্য়াপারে আলোচনা হয়েছে

অযোধ্যা এবং বারাণসীতে চালু হতে চলেছে বুলেট ট্রেন (Bullet Train)। ওই দুই শহর জুড়ে যাবে দিল্লির সঙ্গে। সম্প্রতি এ ব্য়াপারে আলোচনা হয়েছে। জমি অধিগ্রহণ নিয়েও কথা হয়েছে।

কী কী হতে পারে

  • মোট আটটি করিডরে চলবে বুলেট (Bullet Train) ট্রেন।
  • এর মধ্যে দিল্লি এবং নয়ডার মধ্যে কাজ দ্রুত চলছে।
  • দিল্লি-বারাণসী হাইস্পিড রেল করিডরের বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর বা DPR) নিয়ে দ্রুত কাজ করা হচ্ছে।
  • দিল্লি-বারাণসী করিডর নিয়ে তৈরি হতে চলা ডিপিরআর চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
  • আহমেদাবাদ-মুম্বই ছাড়া সাতটি অন্য রুটে তৈরি করা হচ্ছে বুলেট ট্রেন (Bullet Train) তৈরির পরিকল্পনা।
  • করোনা সঙ্কট সত্ত্বেও আহমেদাবাদ-মুম্বই করিডরের ব্যাপারে জমির কাজ শুরু হয়েছে।
  • আহমেদাবাদ-মুম্বই হাই স্পিড বুলেট ট্রেন (Bullet Train) এলিভেলেট রুটের জন্য স্তম্ভ তৈরির কাজ শুরু।
  • এই রুটের এলিভেটেড লাইনের প্রথম স্তম্ভ গুজরাতের বাপীতে তৈরি হয়ে গিয়েছে।

দেশে বুলেট ট্রেনের প্রকল্প
ভারতে বুলেট ট্রেন (Bullet Train) চালানোর দায়িত্বে রয়েছে ন্য়াশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL)। তারা আশা করছে, সেপ্টেম্বর মাসে দিল্লি এবং বারাণসীর মধ্যে করিডর তৈরির কাজের ডিপিআর তৈরির কাজ শেষ হয়ে যাবে। দিল্লির সরাই কালে খা থেকে শুরু হয়ে তা যাবে বারাণসী পর্যন্ত। এই যাত্রাপথের দৈর্ঘ্য ৮৬৫ কিলোমিটার।

Bullet Train between Ayodhya Baranasi and Delhi NHSRCL is making DPR abk

আর এই কাজের ডিপিআর সামনের মাসে হয়ে যেতে পারে বলে মনে করছে ন্য়াশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড। যমুনা এক্সপ্রেসওয়ের কাছে তৈরি হচ্ছে এক বিমানবন্দর। আর তাই এই করিডর দু'টি জায়গাকে সংযুক্ত করতে পারে, এমন ভাবে পরিকল্পনা করা হচ্ছে।

উত্তরপ্রদেশের প্রথম স্টেশন
দিল্লির সরাই কালে খা থেকে ট্রেন আসবে নয়ডার সেক্টর-১৪৪-এ। এটিই হবে উত্তরপ্রদেশের প্রথম স্টেশন। এমনই সম্ভাবনার কথা জানা গিয়েছে। আর দ্বিতীয় স্টেশন হবে আন্তর্জাতিক বিমানবন্দর। ওই রুটে মোট ১২টি স্টেশন থাকতে পারে।

Advertisement

কোন কোন পথে
দিল্লি থেকে এটি আসবে নয়ডা, মথুরা, আগ্রা, ইটাওয়া, কনৌজ, লখনউ, আযোধ্যা, রায়বেরিলি, প্রয়াগরাগ, ভদোহি এবং শেষ বারাণসী। এই করিডরে বুলেট ট্রেন (Bullet Train) এলিভেটেড লাইনে চলবে। যেখানে স্তম্ভের উচ্চতা মাটি থেকে ১০ মিটার হতে পারে।

বুলেট ট্রেন (Bullet Train)-এ জুড়ে যাবে রামনগরী অযোধ্য়া, কাশী বিশ্বনাথের শহর বারাণসী। প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা বারাণসী। এমনই পরিকল্পনা করা হয়েছে।

 

Advertisement