Durga Puja 2023: এবার কিসে আসবেন মা দুর্গা? কী ইঙ্গিত দিচ্ছে মায়ের আগমন?

Durga Puja 2023: রথের সময় থেকেই দুর্গাপুজোর নির্ঘণ্ট শুরু হয়ে গিয়েছে। মা আসতে আর বেশিদিন বাকি নেই। ইতিমধ্যেই রাজ্যজুড়ে পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শুরু হয়েছে থিম পুজোরও প্রস্তুতি। তবে ষষ্ঠী থেকে নবমীর পুজোর নির্ঘণ্ট কবে সেটা জানতে অনেকেই আগ্রহী, আসুন তাহলে জেনে নিই এ বছরে পুজোর সময়সূচী কখন।

Advertisement
এবার কিসে আসবেন মা দুর্গা? কী ইঙ্গিত দিচ্ছে মায়ের আগমন?এবার কিসে আসবেন মা দুর্গা? কী ইঙ্গিত দিচ্ছে মায়ের আগমন?
হাইলাইটস
  • রথের সময় থেকেই দুর্গাপুজোর নির্ঘণ্ট শুরু হয়ে গিয়েছে।
  • মা আসতে আর বেশিদিন বাকি নেই। ইতিমধ্যেই রাজ্যজুড়ে পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে

এবার কিসে আসছেন মা দুর্গা, জানুন কলস স্থাপনের শুভ সময় সম্পর্কে By Paramita Das| Updated: Thursday,

হিন্দুধর্মে নবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে প্রতিবছরই। আর বাঙালির কাছে এই নবরাত্রিই পরিচিত দুর্গোৎসব নামে। চৈত্রে একবার হলেও ও শারদীয়ার নবরাত্রির জন্য অপেক্ষা করে থাকেন সকলেই। এটাই বাঙালির মূল উৎসব। আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপাদ তিথিতে শারদীয়া নবরাত্রি শুরু হয়। এই রূপে দেবীর শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিধাত্রী দেবীর পুজো করা হয়। কথিত আছে, যারা দেবীর পূজা করেন তাদের আর্থিক দিকে কোনও অসুবিধা হয় না। তাদের জীবনে সফলতা লেগেই থাকে।

জানুন শারদীয়া নবরাত্রি ও দুর্গোৎসব কবে শুরু হচ্ছে?

শুভ সময় ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয়া নবরাত্রি, যা চলবে ২৪ অক্টোবর পর্যন্ত, এদিন পালিত হবে বিজয়া দশমী, তারপর শেষ হবে নবরাত্রি উৎসব। আশ্বিন মাসের শুক্লাপক্ষের প্রতিপদ তিনিতে শুরু হবে নবরাত্রি। ১৪ অক্টোবর শনিবার রাত ১১ টা ২৪ মিনিট থেকে শুরু হচ্ছে শুভ সময়। আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ শেষ হবে ১৫ অক্টোবর রবিবার দুপুর সাড়ে ১২ টা ৩২ মিনিটে।

কলস প্রতিষ্ঠার সময়

কলস প্রতিষ্ঠার শুভ সময় ১৫ অক্টোবর ১১ টা ৪৪ মিনিট থেকে শুরু হবে, দুপুর সাড়ে বারোটা পর্যন্ত থাকবে শুভ সময়। এসময় কলস প্রতিষ্ঠা করলে মা দুর্গার বিশেষ কৃপা থাকবে আপনার উপর।

শারদীয়া নবরাত্রির শুভ সময়

২৪ তারিখ, মঙ্গলবার নবরাত্রির পরান সময় ৬ টা ২৭ মিনিটের পর

চলতি বছরে কিসে আসছেন?

মা চলতি বছর মা দুর্গার আগমন এবং গমন দুটোই ঘটকে, ফলে এটি খুব অশুভ ইঙ্গিত, কথিত আছে, দেবীর আগমন, গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ, ২০২২ সালে দেবীর আগমন হয়েছিল গজে, গমন হয়েছিল নৌকায়।

কোনদিন দেবীর কী রূপের পুজো হবে?

প্রথম দিন- ১৫ অক্টোবর-মা শৈলপুত্রী দ্বিতীয় দিন-১৬ অক্টোবর-মা ব্রহ্মচারিণী তৃতীয় দিন-১৭ অক্টোবর-মা চন্দ্রঘণ্টা চতুর্থ দিন-১৮ অক্টোবর-মা কুষ্মাণ্ডা পঞ্চম দিন-১৯ অক্টোবর- মা স্কন্দমাতা ষষ্ঠ দিন-২০ অক্টোবর- মা কাত্যায়নী সপ্তম দিন-২১ অক্টোবর-মা কালরাত্রি অষ্টম দিন-২২ অক্টোবর- মা সিদ্ধিধাত্রী নবম দিন-২৩ অক্টোবর- মা মহাগৌরী ২৪ অক্টোবর

Advertisement

দশমী তিথি শেষ – ২৪ অক্টোবর বিকেল ৩ ১৪ মিনিটে

 

POST A COMMENT
Advertisement