সনাতন ধর্মে দেবী কালীর (Goddess Kali) আরাধনা সর্বজনবিদিত। বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে পুজিত হোন মা। মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় হয় রটন্তী কালী পুজো। বিশ্বাস অনুযায়ী, এই তিথি থাকাকালীন নিষ্টা করে কালী মায়ের আরাধনা করলে, মা ভক্তের ডাকে সাড়া দেন। সমস্ত মন্দির ও অনেক বাড়িতেও তাই এদিন আয়োজন করা হয় বিশেষ পুজোর। এবছর ২৮ জানুয়ারি পড়েছে রটন্তী কালী পুজো।
রটন্তী কালী পুজো ২০২৫ কবে?
২৮ জানুয়ারি,মঙ্গলবার পড়েছে এবছরের রটন্তী কালী পুজো।
চতুর্দশী তিথি
২৭ জানুয়ারি, রাত্রি ঘ ৭/৪৪ থেকে ২৮ ফেব্রুয়ারি রাত্রি ঘ ৭/৩১ পর্যন্ত অবধি চতুর্দশী তিথি থাকবে।
কেন নাম হল রটন্তী কালী পুজো কী?
'রটনা' শব্দ থেকে 'রটন্তী' শব্দটি এসেছে । যার অর্থ প্রচার হওয়া। মনে করা হয়, এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়। মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে। আবার লোক কথা অনুসারে শোনা যায়,এদিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তার সহচরীদের ক্ষিদে মেটানোর জন্যে নিজ মুণ্ডুচ্ছেদ করে ত্রিধারায় রক্তবারি প্রকট করেছিলেন।
দক্ষিণেশ্বরে রটন্তী কালী পুজো
দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছরে তিনটে কালী পুজো খুব বড় করে পালন করা হয়। ফলহারিণী, দীপান্বিতা এবং রটন্তী। এর মধ্যে মাঘ মাসে হয় রটন্তী কালী পুজো। সারা বছরের বিভিন্ন কালীপুজো হয় অমাবস্যায়। একমাত্র এই রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে। দক্ষিণেশ্বর মন্দিরে রটন্তী কালী পুজো খুব ধুমধাম করে পালন করা হয়। মন্দিরে যেমন পুজো হয়, তেমনি দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থী এদিন স্নান করতে আসেন।
রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে সম্পর্ক
কথিত আছে, রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, রটন্তীকালীপুজোর দিন দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতাদের নেমে আসতে দেখেছেন তিনি। শ্রীরামকৃষ্ণদেব একবার বলেছিলেন, "রটন্তী কালী পুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ দেবতারা নেমে এসেছেন স্নান করতে।" সেই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গার তীরে রটন্তীর ভোরে পুণ্যস্নান করতে আসেন। তবে শুধু দক্ষিণেশ্বর নয়, কালীঘাট (Kalighat) সহ আরও বিভিন্ন মন্দিরের প্রতিমা এদিন সেজে ওঠেন বিশেষ সাজে।
রাধা কৃষ্ণের প্রেম
শাস্ত্র মতে, যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় রাধা মত্ত ছিলেন, সেই সময়ে একদিন দুপুরে গোপীনিরা তার বাঁশির আওয়াজ শুনে চমকে উঠেছিলেন। গোপিনীরা বনের দিকে ছুটে গিয়ে দেখলেন সামনে ইষ্টমূর্তি। শ্রীরাধাই যে স্বয়ং আদ্যাশক্তি তা সেদিন বুঝতে পেরেছিলেন তারা। সেদিন স্মরণ করেই বিশেষ তিথিতে হয় রটন্তী কালী পুজো।
দাম্পত্য কলহ দূর হয়
বিশ্বাস অনুযায়ী, যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে, কিংবা যারা কোনও অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি বা যাদের সদ্য প্রেমে বিচ্ছেদ হয়েছে, তারা এই সময় রটন্তী কালীর আরাধনার মাধ্যমে নিশ্চিত ভাবে সফলতা লাভ করতে পারেন।