scorecardresearch
 
Advertisement

Bharat Milap: দশেরার পর ভরত-মিলাপ প্রথা দেখতে হাজার মানুষের ভিড়, দেখুন VIDEO

Bharat Milap: দশেরার পর ভরত-মিলাপ প্রথা দেখতে হাজার মানুষের ভিড়, দেখুন VIDEO

সঙ্গম শহর প্রয়াগরাজে ভরত মিলাপের একটি ঐতিহ্য রয়েছে দশেরার পরেরদিন। রাবণকে হত্যা করার পর, সম্পূর্ণ সাজে শ্রী রাম, সীতা এবং লক্ষ্মণ লঙ্কা থেকে ফিরে আসেন। রামের অপেক্ষায় থাকা ভ্রাতা ভরতের সঙ্গে দেখা করেন। ভরত- মিলাপ এই প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে এবং এখনও তা পালন করছে প্রাচীনতম পাজভারম লীলা কমিটি। এই শোভাযাত্রা দেখতে রাতের বেলাও হাজার হাজার মানুষ ভিড় জমায় চক এলাকায়। নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পরচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

Advertisement