কলকাতার দুর্গাপুজো মানেই থিমের বাহার। সেই থিম বানাতে দিনরাত এক করে দেন কারিগররা। এই এক মাস নাওয়া-খাওয়ার ফুরসত নেই। আয় যৎসামান্য। বায়নার কাজ শেষ হলেই ফিরে যান নিজের গ্রামে। দেখেন না কলকাতার পুজো। পুজোয় হাজার ওয়াটের আলো, ভিড়ের মধ্যেই হারিয়ে যান শিল্পীরা। কেউ মনে রাখে না। কেউ জানে তাঁদের কথা। তাহাদের কথাই আজ বাংলা ডট আজ ডট ইন-এ।