Advertisement

Durga Puja 2023-Kumortuli: শেষ মুহূর্তের রূপটান কুমোরটুলিতে, কাজের ব্যস্ততা কেমন? জানালেন শিল্পীরা

পুজোর বাকি আর কদিন। উন্মাদনা তুঙ্গে। ব্যস্ততা কুমোরটুলিতেও। কোথাও চলছে প্রতিমায় শেষমূহুর্তের রূপটান। কোথায় ঠাকুর তোলা হচ্ছে গাড়িতে। কোথাও আবার থিমের প্রতিমার সাজসজ্জার কাজ জলছে জোরকদমে। দুর্গাপুজোর হেরিটেজ-স্বীকৃতি বাড়তি মনোবল জুগিয়েছে এ শহরের কুমোরপাড়াকে। মৃৎশিল্পীরা জানাচ্ছেন, গত দু’বছরের কোভিড-আতঙ্ক কাটিয়ে এ বার বায়না অনেকটাই বেশি এসেছে। রাতদিন এক করে এখন কুমোরটুলিতে কাজ করে চলেছেন শিল্পী ও কারিগরেরা। পটুয়াপাড়ার কেউ কেউ বলছেন, কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি দেওয়ায় শিল্পীদের ভাগ্য ফিরেছে।

Advertisement
POST A COMMENT