পুজোর বাকি আর কদিন। উন্মাদনা তুঙ্গে। ব্যস্ততা কুমোরটুলিতেও। কোথাও চলছে প্রতিমায় শেষমূহুর্তের রূপটান। কোথায় ঠাকুর তোলা হচ্ছে গাড়িতে। কোথাও আবার থিমের প্রতিমার সাজসজ্জার কাজ জলছে জোরকদমে। দুর্গাপুজোর হেরিটেজ-স্বীকৃতি বাড়তি মনোবল জুগিয়েছে এ শহরের কুমোরপাড়াকে। মৃৎশিল্পীরা জানাচ্ছেন, গত দু’বছরের কোভিড-আতঙ্ক কাটিয়ে এ বার বায়না অনেকটাই বেশি এসেছে। রাতদিন এক করে এখন কুমোরটুলিতে কাজ করে চলেছেন শিল্পী ও কারিগরেরা। পটুয়াপাড়ার কেউ কেউ বলছেন, কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি দেওয়ায় শিল্পীদের ভাগ্য ফিরেছে।