Advertisement

Durga Puja 2024: বৃষ্টির ফোঁটায় ঢাকের তাল, পুজোর থিমে নজর কাড়ছে সল্টলেক একে ব্লক

দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাবের পুজোয় নানা থিমের প্যান্ডেল তৈরি করা হয়। তার মধ্যে কয়েকটা মন ছুঁয়ে যায়। কিছু থিম আবার সমাজ সচেতনতাকে প্রাধান্য দেয়। এবার দুর্গাপুজোয় সেরকমই থিমের প্যান্ডেল বানিয়েছে সল্টলেকের একে ব্লক দুর্গোৎসব কমিটি। তাদের এবারের থিম 'বারি বিন্দু', যার বাংলা অর্থ 'বৃষ্টির ফোঁটা'। থিমটির লক্ষ্য বৃষ্টির জল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা। প্যান্ডেলে বিভিন্ন পাত্রে কৃত্রিম বৃষ্টির ফোঁটা পড়ছে, যা ঢাকের তালের সুর তৈরি করছে, তা এককথায় অনবদ্য। প্যান্ডেলে দেবী দুর্গার ঐতিহ্যবাহী মূর্তি নেই। পরিবর্তে রয়েছে একটি স্কুলগামী মেয়ের মূর্তি, যেখানে দুর্গাকে চিত্রিত করা হয়েছে। আয়োজকদের লক্ষ্য জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, মানুষকে জল সংরক্ষণে উৎসাহিত করা।

Advertisement
POST A COMMENT