Advertisement

Herbal Holi: ভেষজ হোলি উৎসবে মেতে মথুরার রামন রেতি আশ্রম, দেখুন VIDEO

হিন্দু ধর্মে প্রতিটি উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। যা অত্যন্ত আড়ম্বরে পালিত হয়। একইভাবে আজ থেকে আর মাত্র কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে হোলি উৎসব। রঙের এই উৎসব সারাদেশে ব্যাপক আড়ম্বরে পালিত হয়। কিন্তু আমরা যদি মথুরা, বৃন্দাবন এবং ব্রজের কথা বলি, সেখানে হোলি খেলা হয় এক বা দুই দিন নয়, ৪০ দিন ধরে। যা শুরু হয় বসন্ত পঞ্চমী থেকে। ভেষজ আবিরে খেলা হয় হোলি উৎসব এখানে। মথুরার রামন রেতি আশ্রম মেতে উঠেছে হোলি উৎসবে।

Advertisement
POST A COMMENT