scorecardresearch
 
Advertisement

Kali Swang: নবরাত্রি উপলক্ষে ঐতিহ্য মেনে প্রয়াগরাজের রাস্তায় নাচছে কালী

Kali Swang: নবরাত্রি উপলক্ষে ঐতিহ্য মেনে প্রয়াগরাজের রাস্তায় নাচছে কালী

নবরাত্রি উপলক্ষে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ২০০ বছরের পুরানো ঐতিহ্য কালী সেজে রাস্তায় নামা হয়।   পারফর্মাররা দেবী কালীর পোশাক পরে, তাদের গলায়  খুলি এবং মালা দিয়ে প্রয়াগরাজের রাস্তায় রাস্তায় নাচে। এই অনন্য ঐতিহ্যের সাক্ষী হতে দেশ-বিদেশের ভক্তরা ভিড় জমায়। কালী শিল্পীদের জন্য নির্বাচন প্রক্রিয়া ছয় মাস আগে শুরু হয়, নির্বাচিত শিল্পী কঠোর প্রশিক্ষণ নিতে হয়। 

Advertisement