Advertisement

Ravan Dahan: প্রতীকী ধনুক থেকে তীর নিক্ষেপ, লাল কেল্লায় রাবণ দহন অনুষ্ঠানে রাষ্ট্রপতি -প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার দিল্লির লাল কেল্লার মাধব দাস পার্কে দশেরা উদযাপনে যোগ দিয়েছিলেন। প্রতীকীভাবে একটি ধনুক থেকে একটি তীর নিক্ষেপ করে রাবণ দহন অনুষ্ঠান শুরু করেন। মাধব দাস পার্কে রাবণ দহন উৎসব উদযাপনে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement
POST A COMMENT