Advertisement

Subho Bijaya 2024: অসম থেকে পাটনা, সিঁদুর খেলায় মেতেছে প্রবাসী বাঙালিরা

পুজো শেষ। বিদায় বেলা এসে গেছে। শাস্ত্র মতে আজই বিজয়া। আর তাই বিভিন্ন বাড়ি পুজো এবং অনেক সার্বজনীন পুজো আজই প্রতিমা বিসর্জন দিচ্ছে। আর প্রথা মেনে সিঁদুর খেলায় মেতেছে মহিলারা। এই ছবি শুধু বাংলা নয়। বাংলার বাইরে যেখানে বাঙালির দুর্গা পুজো হচ্ছে সেখানেই সিঁদুর খেলায় মেতেছে বিবাহিত মহিলারা। পাটনা, অসম থেকে রাঁচি সব জায়গার ছবিটা একই।

Advertisement
POST A COMMENT