scorecardresearch
 
Advertisement
ধর্ম

Raksha Bandhan Rituals: দূরের ভাইয়ের কাছে দেরিতে পৌঁছনো রাখি যখন তখন পরা যায় না, জানুন নিয়ম

পরে পৌঁছনো রাখি বাঁধার নিয়ম
  • 1/10

Raksha Bandhan Festival 2022: রাখি বন্ধনের উৎসব ১১ অগাস্ট পালন করা হচ্ছে। এদিন বোন, ভাইয়ের কব্জিতে রক্ষার মন্ত্র সহ রাখি বাধা শুরু করে দিয়েছেন এবং ঈশ্বরের কাছে ভাইয়ের মঙ্গলময় জীবন যাপনের জন্য প্রার্থনা করে।

পরে পৌঁছনো রাখি বাঁধার নিয়ম
  • 2/10

কিন্তু অনেক ভাইয়ের কপালেই রাখি জোটে না। বোন বা দিদি নেই তা বলে নয়, তা সত্ত্বেও দূরবর্তী স্থানে কর্মসূত্রে থাকার কারণে তারা এ দিন বোন বা দিদির কাছে এসে রাখি পড়তে পারেননি।

পরে পৌঁছনো রাখি বাঁধার নিয়ম
  • 3/10

এ সমস্ত ভাইদের জন্য বোন বা দিদিরা আগে থেকেই বাই পোস্টে রাখি পাঠিয়ে দেন। দূর থেকেই রাখি হাতে তুলে নিয়ে বোন বা দিদির মঙ্গলকামনার সূত্র বেঁধে নেন।

Advertisement
পরে পৌঁছনো রাখি বাঁধার নিয়ম
  • 4/10

কিন্তু অনেক সময় দেখা যায় যে এভাবে রাখি পাঠাতে গিয়ে কুরিয়ার বা ডাকের গোলযোগে রাখি বন্ধনের পর রাখি গিয়ে পৌঁছয় ভাইয়ের হাতে। ততক্ষণে রাখি বন্ধনের দিন বা তিথি পার হয়ে যায়।

পরে পৌঁছনো রাখি বাঁধার নিয়ম
  • 5/10

এই পরিস্থিতিতে যদি আপনার রাখি বন্ধনের পরে বোনের বা দিদির পাঠানো রাখি পৌঁছয়, তাহলে কী করা উচিত? এ বিষয়টি কিন্তু হালকা ভাবে নিলে চলবে না।

পরে পৌঁছনো রাখি বাঁধার নিয়ম
  • 6/10

পন্ডিত মনোজ ত্রিপাঠি এ বিষয়ে বিশেষ তথ্য জানিয়েছেন যে, এক্ষেত্রে কী করতে হবে? রাখি পরে পৌঁছলে তা পরার বিশেষ সতর্কতা উচ্চারণ করেছেন তিনি।

পরে পৌঁছনো রাখি বাঁধার নিয়ম
  • 7/10

তাঁর বক্তব্য অনুযায়ী যদি আপনার বোন বা দিদির পাঠানো রাখি দেরিতে আপনার কাছে পৌঁছয়, অর্থাৎ রাখি বন্ধন লগ্ন পার হওয়ার পর রাখি যদি পৌঁছয়, তাহলে বেশি চিন্তার কোনও কারণ নেই। আপনি পরের দিন অথবা তারপরেও সেই রাখি নিজের কব্জিতে বাঁধতে পারবেন।

Advertisement
পরে পৌঁছনো রাখি বাঁধার নিয়ম
  • 8/10

কবে কবে রাখি বাঁধা একেবারেই মানা

কিন্তু এর মধ্যে কিছু বিশেষ বিষয় রয়েছে। যেগুলি খেয়াল রাখতে হবে। যেমন দেরিতে পাওয়া রাখি চতুর্থী বা চতুর্দশীর মতো রিক্ত তিথিতে বাঁধবেন না। সঙ্গে শনিবার বা মঙ্গলবার এর মতো কড়া দিনে রাখি বাধবেন না।

পরে পৌঁছনো রাখি বাঁধার নিয়ম
  • 9/10

যদি আপনার দিদি বা বোনের পাঠানো রাখি আপনার কাছে দেরিতে পৌঁছয়

আপনি বোনের সমতুল্য কারও কাছ থেকে বা পিসির কাছ থেকে রাখি বাঁধতে পারেন। এছাড়া কুলপুরোহিতদের দ্বারাও রাখি বাঁধানো যায়। পূর্ণিমার পরের দিন প্রতিপদ তিথি লেগে যায়। এতে রাখি বাঁধবেন না। ভালো হবে যদি আপনি আগামী সপ্তাহ অথবা ১৫ দিন পরে এর মধ্যে রাখি হাতে বেঁধে নিতে পারেন।

পরে পৌঁছনো রাখি বাঁধার নিয়ম
  • 10/10

এই সময়ের কখনও রাখি বাঁধবেন না

রাখি বন্ধন পার হয়ে যাওয়ার পর কব্জিতে রাখি বাঁধার সময় শুভ অশুভ বিষয়টি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। আপনি যে কোনও শুভ মুহূর্ত দেখে বোনকে রাখি বাঁধাতে পারেন। মনে রাখবেন যে রাহুকালে কখনও বোনকে দিয়ে রাখি বাঁধাবেন না। এতে রক্ষা সূত্রে জড়িত থাকা মঙ্গলকারী প্রভাব কমে যায়।

Advertisement