scorecardresearch
 

Gupt Navratri 2022 : আজ শুরু আষাঢ় গুপ্ত নবরাত্রি, জানুন রাশি অনুযায়ী জপের মন্ত্র

আষাঢ় গুপ্ত নবরাত্রিতে (Gupt Navratri 2022) যে পুজো করা হয় তা গোপন রাখা হয়। মনে করা হয় যে এই সময়ে যত গোপনে পুজো করবেন, তত বেশি উপকার পাবেন। গুপ্ত নবরাত্রিতে তন্ত্র ও মন্ত্র উভয় মতেই পূজা করা হয়। এই সময়ে মা দুর্গার পুজো করতে হবে উত্তর দিকে মুখ করে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • গুপ্ত নবরাত্রি শুরু
  • জেনে নিন পুজোর নিয়ম
  • রইল জপের মন্ত্রও

নবরাত্রি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত হয়। এই সময় মা দুর্গার ৯টি রূপের পুজো করা হয়। নবরাত্রির সময়, মা দুর্গার ভক্তরা উপবাস রাখেন এবং প্রার্থনা করেন। নবরাত্রির উৎসব বছরে ৪ বার হয়, যার মধ্যে রয়েছে- চৈত্র নবরাত্রি, শারদ নবরাত্রি, আষাঢ় গুপ্ত নবরাত্রি এবং মাঘ গুপ্ত নবরাত্রি। তবে এই সব নবরাত্রির মধ্যে চৈত্র ও শারদীয় নবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে। মাঘ ও আষাঢ় মাসে গুপ্ত নবরাত্রির কথা খুব কম মানুষই জানেন।

কতদিন চলবে?
এমনকি গুপ্ত নবরাত্রিতে দেবী দুর্গার পুজো করা হলেও তা হয় গোপনে। এই বছর আষাঢ় গুপ্ত নবরাত্রি (Ashar Gupt Navratri 2022 Date) ৩০ জুন অর্থাৎ আজ থেকে শুরু, যা ৮ জুলাই পর্যন্ত চলবে। 

পুজোর নিয়ম?
আষাঢ় গুপ্ত নবরাত্রিতে (Gupt Navratri 2022) যে পুজো করা হয় তা গোপন রাখা হয়। মনে করা হয় যে এই সময়ে যত গোপনে পুজো করবেন, তত বেশি উপকার পাবেন। গুপ্ত নবরাত্রিতে তন্ত্র ও মন্ত্র উভয় মতেই পূজা করা হয়। এই সময়ে মা দুর্গার পুজো করতে হবে উত্তর দিকে মুখ করে। গুপ্ত নবরাত্রির সময় দশমহাবিদ্যার পুজো করা হয়। মনোবাসনা পূরণ করার জন্য, এই সময়ে অবশ্যই দুর্গা সপ্তশতী এবং সিদ্ধ কুঞ্জিকাস্তোত্র পাঠ করুন।

রাশি অনুযায়ী জপ মন্ত্র

মেষ - ওম হ্রীম উমা দেবায় নমঃ

বৃষ - ওম ক্রাম ক্রী ক্রুন কালিকা দেবায় নমঃ

মিথুন - ওম দম দুর্গায় নমঃ

কর্কট রাশি - ওম ললিতা দেবায় নমঃ।

সিংহ রাশি - ওম অম মহাসরস্বতী দেবায় নমঃ

কন্যা - ওম শূল ধারিণী দেবায় নমঃ

Advertisement

তুলা রাশি - ওম শ্রীম হ্রীম ক্লীম মহালক্ষ্ম্যায় নমঃ

বৃশ্চিক রাশি - ওম শক্তি রূপায় নমঃ

ধনু - ওম হ্রীম ক্লিন চামুন্ডাই ভিচে

মকর - ওম পা পার্বতী দেবায় নমঃ

কুম্ভ - ওম পা পার্বতী দেবায় নমঃ

মীন - ওম শ্রী হ্রীম শ্রী দূর্গা দেবায় নমঃ

আরও পড়ুন - কিডনি পাথর ভেবে যন্ত্রণা, শেষ পর্যন্ত সন্তান প্রসব করলেন মহিলা

আরও পড়ুন - কর্মীর অ্যাকাউন্টে ভুল করে ঢুকল একসঙ্গে ২৮৬ মাসের মাইনে, তারপর...

Advertisement