scorecardresearch
 

Chaitra Navratri, Ram Navami, Basanti Puja 2022: বাসন্তীপুজোর মহাষ্টমী কবে? জানুন রাম নবমীর তিথি

Chaitra Navratri 2022 Dates: কবে পড়েছে রাম নবমী? চৈত্র নবরাত্রির অষ্টমী ও নবমীও বা কবে? জেনে নিন শুভ মুহূর্ত ও তিথি।

Advertisement
বাসন্তীপুজো ও চৈত্র নবরাত্রির তিথি জানুন। বাসন্তীপুজো ও চৈত্র নবরাত্রির তিথি জানুন।
হাইলাইটস
  • ২ এপ্রিল থেকে শুরু চৈত্র নবরাত্রি বা বাসন্তী পুজো।
  • রামনবমী ১০ এপ্রিল।
  • আলাদা দিনে পড়েছে অষ্টমী ও নবমী।

শারদীয়া দুর্গাপুজো প্রধান উৎসব হয়ে উঠলেও চৈত্র নবরাত্রি বা বাসন্তীপুজোর গুরুত্বও কমেনি। নবরাত্রিতে মা দুর্গা নানা রূপ পূজিত হন। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে নবরাত্রির পুজো করা হয়। বছরে চারবার আসে নবরাত্রি। তবে শরৎ ও চৈত্রের নবরাত্রির মাহাত্ম্য অপরিসীম। চলতি বছর চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে ২ এপ্রিল। শেষ হচ্ছে ১১ এপ্রিল। নবরাত্রি বিধি মেনে পুজো করলে মেলে মায়ের আশীর্বাদ। সুখ-সমৃদ্ধি, অর্থ প্রাপ্তি হয়। 

অষ্টমী-নবমী ও রামনবমী কবে?  (Ram Navami 2022 Date) 

নবরাত্রিতে তিথিতে নিয়ে অনেক সময় বিভ্রান্তি দেখা দেয়। আসন্ন চৈত্র নবরাত্রিতে ৯ এপ্রিল শনিবার মহাষ্টমী। ওই দিন পূজিত হন দুর্গার মহাগৌরী রূপ। বাংলায় বাসন্তীপুজোয় মহাষ্টমীর পুজো হবে ওই দিন।

১০ এপ্রিল নবমী। ওই দিন রাম নবমীও। আর পূজিত হন মা দুর্গার সিদ্ধিদাত্রী রূপ। ওই দিন মাতৃরূপে কুমারী পুজো হয় বাংলায়।      


চৈত্র নবরাত্রি বা বাসন্তীপুজোর দিনক্ষণ  (Chaitra Navratri 2022 Dates and Puja)

 ২ এপ্রিল, ২০২২ (নবরাত্রি প্রথম দিন) শনিবার- মা শৈলপুত্রীর পুজো।
 
৩ এপ্রিল, ২০২২ (নবরাত্রি দ্বিতীয় দিন) রবিবার - মা ব্রহ্মচারিণীর পুজো।

৪ এপ্রিল, ২০২২ (নবরাত্রি তৃতীয় দিন) সোমবার- মা চন্দ্রঘণ্টা পুজো। 

৫ এপ্রিল, ২০২২ (নবরাত্রি চতুর্থ দিন) মঙ্গলবার- মা কুষ্মাণ্ডার পুজো।

৬ এপ্রিল, ২০২২ (নবরাত্রি পঞ্চম দিন) বুধবার - স্কন্দমাতার পুজো।

৭ এপ্রিল, ২০২২ (নবরাত্রি ষষ্ঠ দিন) বৃহস্পতিবার- কাত্যায়নী পুজো।

৮ এপ্রিল, ২০২২ (নবরাত্রি সপ্তম দিন) শুক্রবার - কালরাত্রির পুজো।

৯ এপ্রিল, ২০২২ (নবরাত্রি অষ্টম দিন) শনিবার - মা মহাগৌরীর পুজো।

Advertisement

১০ এপ্রিল, ২০২২ (নবরাত্রি নবম দিন)  রবিবার - মা সিদ্ধিদাত্রীর পুজো।

১১ এপ্রিল, ২০২২ (নবরাত্রি দশম দিন ) সোমবার-  দশমী।
    
ঘটস্থাপনার শুভ মুহূর্ত (Chaitra Navratri 2022 Ghatasthapana Shubh Muhurat)

ঘটস্থাপনা - ২ এপ্রিল, ২০২২
শুভ মুহূর্ত - সকাল ৬টা ১০ মিনিট থেকে ৯টা ২৯ মিনিট পর্যন্ত
অভিজিৎ মুহূর্ত- দুপুর ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত।
প্রতিপদ তিথির সূচনা- ১ এপ্রিল সকাল ১১টা ৫৩ মিনিট। 
প্রতিপদ তিথি সমাপ্ত- ২ এপ্রিল ১১টা ৫৮ মিনিট। 

আরও পড়ুন- অর্থলাভ ও সমৃদ্ধির জন্য ঘরের উত্তর দিকে কী রাখবেন আর কী নয়

 

Advertisement