scorecardresearch
 

Diwali 2021, Lakshmi Puja: দীপাবলিতে কেন পূজিতা হল দেবী লক্ষ্মী? জানুন পৌরাণিক ব্যাখ্যা

Diwali 2021, Lakshmi Puja: দীপাবলিতে লক্ষ্মী -গণেশের (Lakshmi -Ganesh) পুজোও করা হয়। মনে করা হয় এদিন ধন ও সমৃদ্ধির দেব -দেবীর আরাধনা করলে, তাঁদের উপর লক্ষ্মী - গণেশের আশীর্বাদ বিরাজ করবে এবং তাঁরা লাভবান হবেন।  

Advertisement
দীপাবলিতে লক্ষ্মী-গণেশের পুজোর রীতি রয়েছে দীপাবলিতে লক্ষ্মী-গণেশের পুজোর রীতি রয়েছে
হাইলাইটস
  • কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে হয় কালী পুজো।
  • এই বছর কালী পুজো অর্থাৎ দীপাবলি পড়েছে  ৪ নভেম্বর।
  • দীপাবলিতে লক্ষ্মী -গণেশের পুজোও করা হয়।

Diwali 2021, Lakshmi Puja: কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে হয় কালী পুজো (Kali Puja)। এই বছর কালী পুজো অর্থাৎ দীপাবলি (Deepawali) পড়েছে  ৪ নভেম্বর। দীপাবলিতে লক্ষ্মী -গণেশের (Lakshmi -Ganesh) পুজোও করা হয়। মনে করা হয় এদিন ধন ও সমৃদ্ধির দেব -দেবীর আরাধনা করলে, তাঁদের উপর লক্ষ্মী - গণেশের আশীর্বাদ বিরাজ করবে এবং তাঁরা লাভবান হবেন।  

কালী পুজোয় লক্ষ্মী পুজো (Lakshmi Puja on Deepawali)

কালী পুজোর দিন অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির সূচনা হয়। পুরাণ অনুসারে দেবী লক্ষ্মীর অর্ধেক অংশ অলক্ষ্মী। লক্ষ্মী ব্রহ্মার মুখের উজ্জ্বল অংশ থেকে এবং অলক্ষ্মী তাঁর পিঠের অন্ধকার দিক থেকে আবির্ভূতা। অলক্ষ্মী, ঈর্ষা, দুর্ভাগ্য ও অশুভতার প্রতীক। মনে করা হয় লক্ষ্মীপুজোর সময়, লক্ষ্মীর সঙ্গে গৃহে আগমন হয় অলক্ষ্মীরও। তাই কালী পুজোর দিন লক্ষ্মী - অলক্ষ্মী উভয়ের পুজো করে,  অলক্ষ্মীকে বিদায় করা হয়।  

why goddess lakshmi is worshiped on kali puja

আরও পড়ুন: দীপাবলিতে শুভ যোগ! লক্ষ্মীর আরাধনায় বিপুল অর্থ প্রাপ্তি এই রাশির জাতকদের

কালীপুজোর দিন গোবর দিয়ে অলক্ষ্মী এবং পিটুলি দিয়ে লক্ষ্মী -নারায়ণ- কুবেরের মূর্তি তৈরি করার রীতি বহু প্রচলিত। কোজাগরী লক্ষ্মী পুজোর মতোই এদিন গৃহস্থ বাড়িতে আলপনা দেওয়া হয়। কালীঘাট মন্দিরেও শ্যামা পুজোর দিন অলক্ষ্মী পুজো করা হয়। এদিন সন্ধ্যাবেলা দক্ষিণাকালী পূজিতা হন, মহালক্ষ্মী রূপে। পুজোর পর অলক্ষ্মী বিদায় করে মন্দির ধুয়ে ফেলা হয়।  

why goddess lakshmi is worshiped on kali puja

সাধারণত এপার বাংলার মানুষ অর্থাৎ এদেশীয়রা অলক্ষ্মী পুজো করে থাকেন। তবে দীপাবলিতে লক্ষ্মী -গণেশ পুজোর রীতি গোটা ভারতবর্ষের ভিন্ন স্থানে রয়েছে। জ্যোতিষীদের মতে, এই বছর দীপাবলির সময় চারটি গ্রহ থাকবে একই রাশিতে। ফলস্বরূপ কিছু মানুষের জন্য এই সময়কাল অত্যন্ত শুভ। 

Advertisement

আরও পড়ুন: হ্যালোইনের অদ্ভুত নিয়মকানুন! জানেন কবে, কেন পালিত হয় এই পশ্চিমী উৎসব?

why goddess lakshmi is worshiped on kali puja

দীপবলির দিনক্ষণ ও শুভ মুহূর্ত (Deepawali Date & Auspicious Time)

* আগামী ৪ নভেম্বর, বৃহস্পতিবার এই বছরের দীপাবলি। 

* অমাবস্যা তিথি - ৪ নভেম্বর সকাল ৬:০৩ মিনিট থেকে ৫ নভেম্বর মধ্যরাত ২:৪৪ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। 

* লক্ষ্মীপুজোর সময়- সন্ধ্যা ৬:০৯ থেকে ৮:২০ মিনিট পর্যন্ত, অর্থাৎ মোট ১ ঘণ্টা ৫৫ মিনিট থাকছে শুভ মুহূর্ত 

আরও পড়ুন: দীপাবলির পরেই বছরের শেষ চন্দ্রগ্রহণ! বিপুল প্রভাব পড়বে এই রাশির জাতকদের উপর

 

Advertisement