scorecardresearch
 

March 2022 Festivals & Vrats: শিবরাত্রি থেকে দোলযাত্রা! জানুন পার্বণে ভরা মার্চ মাসের ব্রত- উৎসবের দিনক্ষণ

March 2022 Festivals & Vrats: হিন্দু ক্যালেন্ডার অনুসারে ২০২২ সালের মার্চ মাসে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উৎসব ও পুজো রয়েছে। উৎসবে ভরা এই মাসে কবে, কোন বিশেষ পুজো- পার্বণ, দেখে নিন এক নজরে। 

Advertisement
পার্বণে ভরা মার্চ মাসের ব্রত- উৎসবের দিনক্ষণ পার্বণে ভরা মার্চ মাসের ব্রত- উৎসবের দিনক্ষণ

ভারতে একাধিক সংস্কৃতি,ভাষা, ঐতিহ্য এবং উৎসবে বৈচিত্র্য রয়েছে। ঋতু পরিবর্তনের সঙ্গে মিলে যাওয়া প্রাচীন ভারতীয় ঐতিহ্যকে বিবেচনা করে, সারা বছর ধরে বিভিন্ন উৎসব থাকে। 

হিন্দু ক্যালেন্ডার অনুসারে ২০২২ সালের মার্চ (March) মাসে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উৎসব (Festivals) ও পুজো (Puja) রয়েছে। উৎসবে ভরা এই মাসে কবে, কোন বিশেষ পুজো- পার্বণ, দেখে নিন এক নজরে। 

 

March 2022 list of Festivals and Puja

হিন্দু বর্ষপঞ্জী অনুসারে, মার্চ মাসের ব্রত- উৎসবের দিন

* ১ মার্চ - শিবরাত্রি 

* ২ মার্চ - ফাল্গুনী অমাবস্যা 

* ৪ মার্চ - রামকৃষ্ণ জন্মতিথি 

* ১৪ মার্চ - আমলকী একাদশী

* ১৫ মার্চ - প্রদোষ ব্রত (শুক্ল পক্ষ) / ফাল্গুন সংক্রান্তি

* ১৭ মার্চ - হোলিকা দহন

* ১৮ মার্চ - দোলযাত্রা 

* ১৯ মার্চ - হোলি  

* ২৮ মার্চ - পাপমোচনী একাদশী 

* ৩০ মার্চ - মাসিক শিবরাত্রি 

আর পড়ুন: বাড়িতে কেন শনিদেবের মূর্তি রাখা হয় না? জানুন আসল কারণ

March 2022 list of Festivals and Puja

শিবরাত্রির দিনক্ষণ (Shivratri 2022 Date & Time) 

সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে। এই বছর ১ মার্চ, মঙ্গলবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। ২৮ ফেব্রুয়ারি রাত ২.২৩ মিনিট থেকে ১ মার্চ রাত ১২.৩৯ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। 

দোল ও হোলির দিনক্ষণ 

Advertisement

এই বছর দোলযাত্রা পড়েছে ১৮ মার্চ (বাংলায় ৩ চৈত্র)। এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। তবে এবছর দোলযাত্রা ও হোলি একই দিনে পড়েছে। আগামী ১৭ মার্চ রাত ১:২৯ মিনিট থেকে ১৮ মার্চ বরাত ১২:৪৬ মিনিট পর্যন্ত এই বছর পূর্ণিমা থাকবে।  

 

March 2022 list of Festivals and Puja

আর পড়ুন: অকাল মৃত্যু- সমস্যা থেকে মুক্তি পেতে, শিবরাত্রির আগে জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র

কথায় বলে বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। যার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে এই মার্চ মাসেই। এরপর আগামী মাসে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো,  রামনবমী, নীল পুজো ও নববর্ষের মতো গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে। 

 

Advertisement