Numerology: কোন কেরিয়ার বাছলে তুঙ্গ সাফল্য? জন্ম তারিখ অনুযায়ী বেছে নিন সেরা অপশন

সংখ্যাতত্ত্বে সংখ্যার উপর ভিত্তি করে ব্যক্তির স্বভাব জানা যায়। সেই সঙ্গে করা হয় ভবিষ্যদ্বাণীও। এজন্য সংখ্যাতত্ত্বে ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্ক রয়েছে। এই মূলাঙ্কের উপর নির্ভর করে গণনা করা হয়। কীভাবে মূলাঙ্কের গণনা হয়?

Advertisement
কোন কেরিয়ার বাছলে তুঙ্গ সাফল্য? জন্ম তারিখ অনুযায়ী বেছে নিন সেরা অপশনসংখ্যাতত্ত্ব অনুযায়ী কোন কেরিয়ার আপনার জন্য সেরা।
হাইলাইটস
  • সংখ্যাতত্ত্বে মূলাঙ্কের ভিত্তিতে গণনা করা হয়।
  • মূলাঙ্ক অনুযায়ী জেনে নিন কেরিয়ারে কীভাবে সাফল্য পাবেন?

জ্যোতিষশাস্ত্রের শাখা সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বে সংখ্যার উপর ভিত্তি করে ব্যক্তির স্বভাব জানা যায়। সেই সঙ্গে করা হয় ভবিষ্যদ্বাণীও। এজন্য সংখ্যাতত্ত্বে ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্ক রয়েছে। এই মূলাঙ্কের উপর নির্ভর করে গণনা করা হয়। কীভাবে মূলাঙ্কের গণনা হয়? কারও জন্ম তারিখ ১৭ তারিখ হলে মূলাঙ্ক হয় ১ ও ৭-এর যোগফল ৮। তেমনই ১৫ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৬। আর ৯ মূলাঙ্ক হবে ২৭ তারিখে জন্মগ্রহণকারীর। এই প্রতিবেদনে জানব কোন কোন তারিখে জন্ম হলে কী কেরিয়ার বেছে নেবেন- 

মূলাঙ্ক ১- মাসের ১, ১০ এবং ২৮ তারিখ জন্ম হলে মূলাঙ্ক হয় ১। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা কেরিয়ার হিসেবে ব্যবসাকে বেছে নিতে পারেন। তাঁদের হতে ব্যবসা রয়েছে। এ ছাড়া তাঁরা রাজনীতি, ম্যানেজমেন্টেও সুনাম অর্জন করতে পারেন। এই মূলাঙ্কের জাতক-জাতিকাদের মধ্যে রয়েছে নেতৃত্বগুণ। 

মূলাঙ্ক ২-  মাসের ২, ১১ এবং ২০ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ২। তাঁর শিল্পকলায় পারদর্শী হন। এতে কেরিয়ার গড়তে পারেন। যেমন- ফিল্ম, থিয়েটারে সুনাম অর্জন করতে পারেন। এছাড়া আইন ও সমাজসেবার মতো কাজেও তাঁরা দক্ষ। ব্যবসার চেয়ে চাকরিই তাঁদের জন্য সেরা বিকল্প। 

মূলাঙ্ক ৩-  মাসের ৩, ১২ এবং ৩০ তারিখে জন্ম হলে ৩ মূলাঙ্ক হয়। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা সামাজিক কাজে ভাল পারফর্ম করেন। রাজনীতি, সমাজসেবা ও সরকারি চাকরিতে কেরিয়ার গড়তে পারেন। ব্যাঙ্ক, অ্যাকাউন্টের কাজে পারদর্শী। এই সব ক্ষেত্রে কেরিয়ার গড়ার সুযোগ। 

মূলাঙ্ক ৪- মূলাঙ্ক ৪ হয় মাসের ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে জন্ম হলে। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা ঝুঁকি নিতে ভালবাসেন। তাঁরা ঝুঁকিপূর্ণ কাজ করেন। ঝুঁকি রয়েছে এমন কাজে সাফল্য পান তাঁরা। যেমন ব্যবসা। 

মূলাঙ্ক ৫- ৫ মূলাঙ্ক হয় মাসের ৫, ১৪ এবং ২৩ তারিখে জন্ম হলে। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা শিক্ষা, কাউন্সেলিং-এর মতো ক্ষেত্রগুলিতে সেরা হন। এ ছাড়া স্টক মার্কেটে ভাল কেরিয়ার গড়তে পারেন।

মূলাঙ্ক ৬ - মাসের ৬, ১৫ এবং ২৪ তারিখে জন্ম হলে মূলাঙ্ক ৬। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা অভিনব জিনিসপত্রের ব্যবসা, বিনোদনের সঙ্গে সম্পর্কিত কাজ করলে সুনাম অর্জন করতে পারবেনবে। খেলাধুলোয় কেরিয়ার গড়ার সুযোগও রয়েছে।  

Advertisement

মূলাঙ্ক ৭- ৭ মূলাঙ্ক হয় মাসের ৭, ১৬ এবং ২৫ তারিখে জন্ম হলে। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা কাউন্সেলিং, অ্যাডভাইজরি, ট্রাভেল এজেন্ট, গবেষক, কনসালটেন্সির ক্ষেত্রে কাজ করলে অনেক দূর যেতে পারবেন। 

মূলাঙ্ক ৮ -  ৮ মূলাঙ্কের জাতক-জাতিকারা রাজনীতিতে ভাল কাজ করতে পারেন। এ ছাড়া লোহা-ইস্পাত, ধাতু, স্থাপত্য, রিয়েল এস্টেটে কেরিয়ার গড়তে পারেন। মাসের ৮, ১৭ এবং ২৬ তারিখে জন্ম হলে মূলাঙ্ক হয় ৮। 

মূলাঙ্ক ৯-  খেলাধুলো, বিনোদন, সেনাবাহিনী, রাজনীতি এবং শিল্পকলা ইত্যাদির সঙ্গে সম্পর্কিত কেরিয়ার এই মূলাঙ্কের জাতক-জাতিকাদের জন্য সেরা। মাসের ৯, ১৮ এবং ২৭ তারিখে জন্ম হলে মূলাঙ্ক হয় ৯। 

আরও পড়ুন- লাইফটাইম সুযোগ, ৬০ বছর পর দেবগুরু-শনিদেবের কৃপা ৫ রাশিকে

POST A COMMENT
Advertisement