
সপ্তম বেতন কমিশন (7th Pay Commission)-এর অন্তিম পর্যায় এসে গিয়েছে। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার DA বা মহার্ঘ ভাতা ও DR (ডিয়ারনেস রিলিফ) ঘোষণা করতে চলেছে। উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা। এখন প্রশ্ন হল, সপ্তম বেতন কমিশনের শেষবার ডিএ কত টাকা বাড়বে? চলতি বেতন কমিশনের এটাই হতে চলেছে চূড়ান্ত মহার্ঘ ভাতা। এরপর অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)।
কবে মিলবে সপ্তম বেতন কমিশনের শেষ ডিএ?
সাধারণত, জুলাই মাসের বর্ধিত ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে ঢোকে অক্টোবরে। উত্সবের মরসুম শুরুর ঠিক মুখে। এবারও আশা করা যাচ্ছে, অক্টোবরেই মিলবে জুলাইয়ে লাগু হওয়া ডিএ। এই বর্ধিত ডিএ 7th Pay Commission-এর আওতায় শেষ ডিএ হবে। ২০১৬ সালের জানুয়ারি মাসে লাগু হয়েছিল সপ্তম পে কমিশন। ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হয়ে যাবে মেয়াদ। তারপর বসে অষ্টম পে কমিশন। ৩৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।
আরও পড়ুন: বেসিক স্যালারি ৫১ হাজার! অষ্টম বেতন কমিশনে কেমন হচ্ছে বেতন কাঠামো?
কত টাকা বাড়তে পারে সপ্তম পে কমিশনের শেষ ডিএ-তে?
গত মার্চ মাসে ২ শতাংশ ডিএ ঘোষণা করেছিল কেন্দ্র। সরকারি কর্মীদের ডিএ ৫৩ শতাংশথেকে বেড়ে ৫৫ শতাংশ হয়েছিল। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে ওই ডিএ কার্যকর হয়েছিল। ডিএ কীভাবে হিসেব করা হয়?
সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় ডিএ নির্ধারিত হয় CPI-IW (Consumer Price Index for Industrial Workers) বা ‘শ্রমজীবী মূল্যসূচক’-এর ভিত্তিতে। এটি প্রতি মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ওঠানামা কেমন হচ্ছে, তা মেপে দেয়।
ফর্মুলাটি হল, ডিএ (%) = [{শেষ ১২ মাসের গড় সূচক – 261.42} ÷ 261.42] × 100
আরও পড়ুন: ৮ম পে কমিশন চালু হলে ২০২৬ থেকে মাইনে কত বাড়তে পারে? রইল হিসেব
২০২৫ সালের জুলাই মাসের ডিএ নির্ধারিত হবে ২০২৪-এর জুলাই থেকে ২০২৫-এর জুন পর্যন্ত CPI-IW তথ্যের ভিত্তিতে। বিশ্লেষকদের প্রাথমিক অনুমান অনুযায়ী, এবার ডিএ ৪% পর্যন্ত বাড়তে পারে। ফলে মোট ডিএ দাঁড়াতে পারে ৫৪% বা তার বেশি। এই বাড়তি ডিএ ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হবে এবং অগাস্ট বা সেপ্টেম্বর মাসের বেতনে (জুলাই মাসের জন্য অ্যারিয়ার-সহ) তার প্রতিফলন দেখা যাবে।
যদি অষ্টম বেতন কমিশনের আগে ডিএ ৬০ শতাংশ হয়ে যায়, কী হবে?
সপ্তম বেতন কমিশনেই যদি ৬০ শতাংশ হয়ে যায় ডিএ, তাহলে বেতন একলাফে ১৪ শতাংশ বেড়ে যেতে পারে।