scorecardresearch
 
 

জিনিসের দাম আগুন! রেকর্ড মুদ্রাস্ফীতি ভাঙল RBI টার্গেট

করোনা আবহে পাইকারি মুদ্রাস্ফীতির নয়া রেকর্ড তৈরি হল দেশে। এক মাসে মুদ্রাস্ফীতির হার বেড়েছে প্রায় আড়াই শতাংশ।

রেকর্ড মুদ্রাস্ফীতি রেকর্ড মুদ্রাস্ফীতি
হাইলাইটস
  • করোনা আবহে পাইকারি মুদ্রাস্ফীতির নয়া রেকর্ড তৈরি হল দেশে
  • ক মাসে মুদ্রাস্ফীতির হার বেড়েছে প্রায় আড়াই শতাংশ

করোনা আবহে পাইকারি মুদ্রাস্ফীতির নয়া রেকর্ড তৈরি হল দেশে। এক মাসে মুদ্রাস্ফীতির হার বেড়েছে প্রায় আড়াই শতাংশ। অর্থনীতিবিদদের একাংশের মত, এর ফলে বাড়বে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। যা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ।

মুদ্রাস্ফীতির কারণ হিসেবে লকডাউন ও করোনা পরিস্থিতিকেই দায়ি করছেন অর্থনীতিবিদরা। তাঁদের মতে, বহু জায়গায় উৎপাদন ক্ষেত্রগুলি বন্ধ ছিল করোনা জেরে। এই অবস্থায় শুধু দেশের অর্থনীতিতে .ধস নেমেছে। যার মাশুল দিতে হবে সাধারণ মানুষকে। 

আরও পড়ুন : 'বিজেপি-কেও বলেছিলেন লাখ লাখ লোক আনবেন', মুকুলকে কটাক্ষ শুভেন্দুর

মে মাসে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির হারল ছিল ১২.৯৪ শতাংশ। যা এক রেকর্ড। এপ্রিলে পাইকারি মুদ্রাস্ফীতি ছিল ১০.৪৯ শতাংশ। মার্চে ৭.৩৯ শতাংশ। অর্থনীতিবিদদের একাংশের মতে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণেই এই মুদ্রাস্ফীতি। 

ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস জানিয়েছে, মে মাসে পাইকারি মুদ্রাস্ফিতি ৬.৩ শতাংশ হতেই তা রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া নির্দিষ্ট সীমা অতিক্রম করে। যা বেশ উদ্বেগের।