Potato Price In West Bengal Today: আলু ব্যবসা করেন? আজ বাংলায় নতুন আলুর দাম জানুন

আলুর স্টোর লোড দাম ৫০০ টাকার (Potato Price In West Bengal) নীচেই রয়েছে বেশিরভাগ জায়গায়। এবার ফলন কম হলেও তুলনামূলক ভাবে বন্ডের চাহিদা একটু কম রয়েছে। সেই কারণে দাম খুব একটা বাড়ছে বা কমছে না।

Advertisement
আলু ব্যবসা করেন? আজ বাংলায় নতুন আলুর দাম জানুন
হাইলাইটস
  • জ্যোতি আলু (Jyoti Potato) তোলা প্রায় শেষের মুখে
  • আলুর স্টোর লোড দাম ৫০০ টাকার মধ্যেই রয়েছে

বাংলায় আলু তোলা প্রায় শেষের পথে। বৃহস্পতবার রাজ্যে নতুন আলুর দাম দাম খুব একটা পরিবর্তন হয়নি। কয়েক জায়গায় আলুর দাম (Potato Price) বেড়েছে ৫-১০ টাকা। আবার কয়েক জায়গায় দাম কমেছে। আলুর স্টোর লোড দাম ৫০০ টাকার (Potato Price In West Bengal) নীচেই রয়েছে বেশিরভাগ জায়গায়।  এবার ফলন কম হলেও তুলনামূলক ভাবে বন্ডের চাহিদা একটু কম রয়েছে। সেই কারণে দাম খুব একটা বাড়ছে বা কমছে না।

জ্যোতি আলু (Jyoti Potato) তোলা প্রায় শেষের মুখে। এবার আলুর ভাল দাম পাওয়া যাচ্ছে বলে অভিযোগ কৃষকদের। পাশাপাশি হিমঘরগুলোতে আলুর বন্ডের কালোবাজারির অভিযোগও রয়েছে। সরকার ৬৫০ টাকা কুইন্টাল দরে আলু কেনার ঘোষণা করার পর আলুর দাম বাড়তে শুরু করে। তবে, রাজ্যের বড় অংশের চাষি দামের কারণে সরকারকে আলু বিক্রি করেননি। চাষিরা জানিয়েছেন, খোলা বাজারে আলু বিক্রি করে তাঁদের বিঘে প্রতি প্রায় ৭-৮ হাজার টাকা লোকসান হয়েছে।

আমাদের রাজ্যে আলুর ফলন বেশি হয়ে থাকে হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। আজ ২৩ মার্চ বৃহস্পতিবার উত্তরপ্রদেশ ও বাংলায় কোথায় কত দামে আলু বিক্রি হচ্ছে (Potato prices in West Bengal) তা এই প্রতিবেদনে আমরা জানব। রাজ্যের কোন জায়গায়, কোন ইউনিটে, কোন এলাকায় আলুর বন্ডের দাম (Potato mandi price) কত, তা জেনে নিতে পারবেন চাষি ও ব্যবসাসায়ীরা।

আরও পড়ুন: Duare Sarkar: 'মেধাশ্রী'র টাকা পাওয়ার আবেদনও 'দুয়ারে সরকার'-এ? জুড়ল আরও ৪ নয়া পরিষেবা

বৃহস্পতিবার কোথায় আলুর দাম কত (Today Potato Price In West Bengal):

উত্তরপ্রদেশ:

  • কানপুর: ৩০০ টাকা (৫০ কেজি বস্তা)
  • আগ্রা: ৩৭৫ টাকা
  • ফারুখাবাদ: ৩১৫ টাকা
  • গুজরাত: ৩৭৫ টাকা

পশ্চিমবঙ্গ:

  • আলিপুরদুয়ার: ৩২৫ টাকা (৫০ কেজি বস্তা হিসেবে স্টোর লোডের দাম)
  • দিনহাটা (কোচবিহার): ৩০০ টাকা 
  • কোচবিহার: ৩০০ টাকা
  • জলপাইগুড়ি: ৩১৫ টাকা
  • মাথাভাঙা: ৩০০ টাকা
  • ধূপগুড়ি (জলপাইগুড়ি): ৩২৫ টাকা
  • আমলাগোরা (মেদিনীপুর): ৪৬০ টাকা
  • বদনগঞ্জ: ৪৬০ টাকা
  • বেলিয়াতোড়: ৪৪০ টাকা
  • বাঁকাদহ: ৪৬৫ টাকা
  • চমকাইতলা: ৪৬০ টাকা
  • চাতরা: ৪৫০ টাকা
  • চন্দ্রকোনা রোড: ৪৬৫ টাকা
  • চন্দ্রকোনা টাউন: ৪৫০ টাকা
  • গোয়ালতোড়: ৪৬০ টাকা
  • গড়বেতা: ৪৬০ টাকা
  • জোরকা: ৪৫০ টাকা
  • জয়পুর: ৪৫০ টাকা
  • কোতুলপুর: ৪৬০ টাকা
  • জয়রামবাটি: ৪৬০
  • কামারপুকুর: ৪৬০ টাকা
  • কারালাঘাট (পূর্ব বর্ধমান): ৪৭০ টাকা
  • মসাগ্রাম: ৪৭০ টাকা
  • ডাকবাংলো: ৪১০ টাকা
  • জামালপুর: ৪৭০ টাকা
  • ময়নাপুর: ৪৫০ টাকা
  • সোনামুখি: ৪৪০ টাকা
  • সুরে কালনা: ৪৭০ টাকা 
  • অম্বিকা কালনা: ৪৬০ টাকা
  • উদয় নারায়ণপুর: ৫০০ টাকা
  • পাণ্ডুয়া: ৪৫০  টাকা
  • বর্ধমান: ৪৬০ টাকা
  • মেমারি: ৪৬০ টাকা
  • বুলবুলি তলা: ৪৬০ টাকা
  • তারকেশ্বর: ৪৮০ টাকা
  • আরামবাগ: ৪৭০ টাকা
  • গোঘাট: ৪৫০ টাকা
  • হরিপাল: ৪৭০ টাকাে
  • কাবলে: ৪৭০

সাম্প্রতিক তথ্যের ওপর ভিত্তি করে আলুর দাম প্রকাশ করা হয়েছে। জায়গা ও আলুর কোয়ালিটির উপর নির্ভর করে বিভিন্ন জায়গায় দাম ভিন্ন হতে পারে। কৃষক ও ব্যবসায়ীদের অনুরোধ তাঁরা আলু বিক্রি করার আগে লোকাল বাজারে দাম জেনে তবেই বিক্রি করবেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement