scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

West Bengal Police Recruitment Examination : বাস নেই, মালবাহী গাড়িতে ঠাসাঠাসি করে পরীক্ষা দিতে গেলেন ওঁরা!

West Bengal Police Recruitment Examination Bankura students sit in exam taking risk abk one
  • 1/11

West Bengal Police Recruitment Examination: পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই হবে। তা সে যে ভাবেই হোক। বাস নেই। সেখানে বাস পাওয়া যাবে কিনা, সংশয় ছিল. আর তাই ছোট একটা গাড়িতে গাদাগাদি করে প্রাণের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে বেরিয়ে পড়েছিলেন তাঁরা।

West Bengal Police Recruitment Examination Bankura students sit in exam taking risk abk two
  • 2/11

জীবনের ঝুঁকি নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দিতে সুদূর গঙ্গাজলঘাটি থেকে ছোট মালবাহী গাড়ি করে বিষ্ণুপুরে এসেছেন কয়েক জন পরীক্ষার্থী। কম নয় সে যাত্রা। ছোট্ট একটা গাড়িতে গুটিসুটি হয়ে শখানেক কিলোমিটার রাস্তা পেরোলেন তারা। পরীক্ষার্থীদের বক্তব্য, বাস ছিল না। পরীক্ষায় তো বসতেই হত। তাই এই রাস্তা। নির্বিঘ্নেই মিটেছে তাদের পরীক্ষার যাত্রা।

West Bengal Police Recruitment Examination Bankura students sit in exam taking risk abk three
  • 3/11

রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের লিখিত পরীক্ষা ছিল। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থেকে ৬১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিষ্ণুপুরে এসেছিলেন কয়েক জন পরীক্ষার্থী।

Advertisement
West Bengal Police Recruitment Examination Bankura students sit in exam taking risk abk four
  • 4/11

সময়ে পৌঁছতে হবে। তাই বাসের ভরসায় থাকেননি তাঁরা। ব্যবস্থা নিজেরাই করে নিয়েছিলেন।

West Bengal Police Recruitment Examination Bankura students sit in exam taking risk abk five
  • 5/11

আগেভাগেই ঠিক করে রেখেছিলেন যে কোনও একটা গাড়ির জোগাড় করতেই হবে। তা হলে আর কোনও চিন্তা থাকবে না। 

West Bengal Police Recruitment Examination Bankura students sit in exam taking risk abk six
  • 6/11

তাঁদের দাবি, গঙ্গাজলঘাটি থেকে বিষ্ণুপুরে আসার জন্য পর্যাপ্ত সংখ্যক বাস নেই।

West Bengal Police Recruitment Examination Bankura students sit in exam taking risk abk seven
  • 7/11

যে কারণে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে আসার জন্য একটি ট্যাবলোয় জনা ১৫ জন পরীক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে ঝুলেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলেন।

Advertisement
West Bengal Police Recruitment Examination Bankura students sit in exam taking risk abk eight
  • 8/11

পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দেয়ার জন্য বাঁকুড়া জেলায় মোট ১২৬টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫২ হাজার ৭৩০ জন।

West Bengal Police Recruitment Examination Bankura students sit in exam taking risk abk nine
  • 9/11

এঁদের মধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৪১১। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৩১৯। বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সাহায্যের জন্য ৪৮টি বিশেষ দল ছিল জেলার বিভিন্ন প্রান্তে।

West Bengal Police Recruitment Examination Bankura students sit in exam taking risk abk ten
  • 10/11

পরিক্ষার্থী উজ্জ্বল মাঝি জানান, বাসের খুব সমস্যা। জীবনের ঝুঁকি নিতে আসতে হল। পরীক্ষা দিতে হবে। বাস না পেলে কী করা যাবে। ১০০ কিলোমিটার দূর হবে। 

West Bengal Police Recruitment Examination Bankura students sit in exam taking risk abk eleven
  • 11/11

আশিস মাঝি নামে আর এক পরীক্ষার্থী জানান, পরীক্ষাকেন্দ্র থেকে তাঁদের বাড়ি অনেকটা দূর। বাসের অপেক্ষা করিনি। তাই এই ব্য়বস্থা করে পরীক্ষা দিতে আসা।

Advertisement