BRO Recruitment 2021: বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-তে চাকরির দারুণ সুযোগ। সেখানে নিয়োগ (BRO Recruitment 2021) করা হবে। এ ব্য়াপারে একটি বিজ্ঞপ্তি জারি করে হয়েছে। গাড়ির মেকানিক-সহ আর ও বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। সরকারি নোটিফিকেশন অনুসারে, মাল্টি স্কিলড ওয়ার্কার, ভেহিক্যাল মেকানিক মতো পদে নিয়োগ করা হবে।
সরকারি ওয়েবসাইট
বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও বা BRO)-তে চাকরি করতে ইচ্ছুক এবং আগ্রহী প্রার্থীরা সরকারি ওয়েবসাইটে আবেদন করতে পারেন। সরকারি ওয়েবসাইটের ঠিকানা bro.gov.in। সেখানে যাবতীয় তথ্য রয়েছে।
আরও পড়ুন: নিজের ক্যাফে চালানো নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি, যাদবপুরে আত্মঘাতী বধূ
সরকারি নোটিফিকেশন বলছে, ভেহিক্যাল মেকানিক পদে নেওয়া হবে ২৯৩ জনকে। এমটিএস-এর জন্য রয়েছে ৪৫টি পদ। গাড়িচালকদের জন্য রয়েছে ১৬টি পদ। সরকারি নোটিফিকেশনে এ ব্যাপারে আরও বলা রয়েছে।
আরও পড়ুন: কালো পোশাকে খোলা চুলের মৌনী ছড়িয়ে দিলেন উষ্ণতা, দেখুন
কোন পদে কত
কোন পদের জন্য কতগুলি আসনে সংরক্ষণ রয়েছে, সে ব্যাপারে নোটিফিকেশনে বিস্তারিত বলা হয়েছে। মোট শূন্যপদের ১৬১টি অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য। বাকি পদগুলির মধ্যে ৬১টি পদ এসসি, ৮৬টি পদ রয়েছে ওবিসি প্রার্থীদের জন্য। এসটি প্রার্থীদের জন্য ৩৭টি পদ সংরক্ষিত রয়েছে। ইডব্লুএস শ্রেণির প্রার্থীদের জন্য ৩৪টি পদ সংরক্ষিত রয়েছে।
আরও পড়ুন: করোনার ধাক্কা! বেসরকারি ছেড়ে দেশে বাড়ল সরকারি স্কুলে ভর্তির হার
ভারত সরকারের নিয়ম অনুসারে ডিএ, এএইচআর, পরিবহণ ভাতা এবং অন্যান্য সুযোগসুবিধা দেয়। কোন পদের জন্য কত বয়স দরকার বা কোন পদের জন্য শিক্ষার কেমন যোগ্যতা, সে সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে নোটিফিকেশন থেকে। তাদের অনুরোধ করা হয়েছে, আবেদন করার আগে সে ব্যাপারে ভাল করে দেখে নিতে।
সরকারি নোটিফিকশন পাওয়ার জন্য এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: মালামাল করে দেওয়া পেনি স্টক, এক বছরে ১ লক্ষ টাকা হয়েছে ৩০ গুণ!
আরও পড়ুন: ঠান্ডা কড়া নেড়েছে, দার্জিলিং জমজমাট! মজেছেন পর্যটকেরা